মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেয়িামের নাম পাল্টে দিলেন ঠিকাদার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হঠাৎ করেই নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেয়িামের নাম পাল্টে ‘নড়াইল জেলা স্টেডিয়াম’ করা হয়েছে!

স্টেডিয়ামের দক্ষিণপাশে নবনির্মিত গেটে ইতিমধ্যে ‘‘নড়াইল জেলা স্টেডিয়াম, নড়াইল’’ নামে একটি ফলকও স্থাপন করা হয়েছে। এ নিয়ে নড়াইলবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে, ঠিকাদারের ভুলে এমনটি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার দ্বায়িত্বপ্রাপ্তরা।

জানাগেছে, মহান স্বাধীনতা যুদ্ধের র্সূয্য সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মস্থান নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রাম। বর্তমানে ওই গ্রামের নাম নূর মোহাম্মদ নগর করা হয়েছে।

নড়াইল জেলা শহরের একমাত্র স্টেডিয়ামটি বহু বছর আগেই ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম’ নামে নামকরণ করা হয়েছিল।

এ বিষয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নাতি জামাই আসাদ রহমান সাংবাদিকদের জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার ভিন্ন নামের নাম ফলক স্থাপনের বিষয়টি দেখেছেন। এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের সাথেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু বলেছেন, ‘ঠিকাদারের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি থাকেন ঢাকায়। কাজটি করার সময় স্টেয়িামের নাম কি তা অবশ্যই জানেন। কিন্তু কেন এমন ভুল করলো জানা নেই।’

এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান জানিয়েছেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামে ওই স্টেডিয়ামের নামকরণটি নিজেই উদ্যোগ নিয়ে করেছিলেন। এখন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামেই আছে। তবে হয়তো ঠিকাদার ভুলকরে নড়াইল জেলা স্টেডিয়ামের সাইনবোর্ডটি লাগিয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

 

বিশ্বের সবচেয়ে বেশি গরু ভারতে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ