মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়ার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টার দিকে আটপাড়া এলাকায় রাইজিং পুনে সুপারজায়ান্ট ও দিল্লি ডেয়ারডেভিলস মধ্যকার ম্যাচের টাকা নিয়ে এই ঘটনা ঘটে।
শ্রীনগর থানার ওসি আলমগীর হোসেন জানান, বুধবার রাত ৮টার দিকে মনির (২৪), সুজন (২৬) সাথে সাইদুল ইসলাম (৩২) গ্রুপের আইপিএল খেলার টাকা নিয়ে দ্বন্দ্ব বাধে। এর জের ধরে আটপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে, এতে সাইদুল ইসলামসহ গ্রুপের শাহনাজ বেগম (৩৬), দিদারুল ইসলাম (৩৬), দীন ইসলাম (৩০) গুরুতর আহত হয়। এছাড়াও অজ্ঞাত পরিচয়ের আরো ৪ জন আহত হয়।
অন্যদিকে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি স্বাভাবিক আনে এবং এই ঘটনায় মনির, সুজনের নামে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদাণ করা হচ্ছে।
প্যাঁচার ছবি মঙ্গলের নয় অমঙ্গলের প্রতীক
                              
                          
                              
                          
                        
                              
                          
                        
                                                 
                     




