বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ কিশোরগঞ্জ-৬ আসনে মাওলানা আতাউল্লাহ আমীনের ব্যাপক গণসংযোগ চান্দিনা থানায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাওলানা যাইনুল আবিদীনের মৌলিক সিরাত গ্রন্থ ‘আমাদের নবীজি’ বাজারে পিআরের পক্ষে জনমত তৈরিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা পীর সাহেব চরমোনাইয়ের ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকির তীব্র নিন্দা হেফাজতের জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৩৮০ মৃত্যু : বিআরটিএ সমুদ্রের নিচে গাড়ি চালানো — কল্পনা না বাস্তব? আধিপত্যবাদী শক্তি দেশের মানচিত্র ধ্বংসের চেষ্টা করেছে : রিজভী হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

সালাফি সংগঠন ‘দ্য ট্রু রিলিজিয়ন’কে নিষিদ্ধ করল জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tru-riligeonআওয়ার ইসলাম: জার্মানিতে সালাফি আদর্শের অনুসারী ইসলামি সংগঠন ‘দ্য ট্রু রিলিজিয়ন’কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সংগঠনটিকে নিষিদ্ধের ঘোষণা দেওয়ার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ১০টি প্রদেশে পুলিশ দুই শ মসজিদ, অফিস ও বাড়িতে তল্লাশি চালায়। খবর রয়টার্সের

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংগঠনটিকে নিষিদ্ধ করার আগে এক বছর ধরে নজরদারি করা হয়। এতে দেখা গেছে, ওই সালাফি সংগঠনের সঙ্গে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সম্পৃক্ততা আছে। তাদের কর্মসূচি জার্মানির সংবিধানবিরোধী বলেও আখ্যায়িত করেছে মন্ত্রণালয়।

দ্য ট্রু রিলিজিয়ন সংগঠনের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে জার্মানির ছোট-বড় শহরগুলোর কেন্দ্রস্থলে ধর্মীয় বইপুস্তক বিতরণ এবং ধর্মীয় বিষয় নিয়ে জনসাধারণের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার করছিল।

সংগঠনটিকে নিষিদ্ধ করার ব্যাপারে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী লোথার ডা ম্যাজেয়ার গতকাল বলেন, ‘জার্মানির মতো গণতান্ত্রিক দেশে ইসলামি কোনো আন্দোলনকে ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দ্য ট্রু রিলিজিয়ন সংগঠনটির বিরুদ্ধে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং সিরিয়া ও ইরাকে গিয়ে আইএসের পক্ষে লড়াই করতে ১৪০ জন জার্মান তরুণকে প্ররোচিত করার অভিযোগ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ডা ম্যাজেয়ার অভিযোগ করেন, দেশজুড়ে উগ্রপন্থীরা এই সংগঠনের ছত্রচ্ছায়ায় একত্র হচ্ছিলেন। তারা ইসলাম ধর্ম প্রচারের আড়ালে ‘বিদ্বেষমূলক বার্তা’ প্রচার ও তরুণদের ‘উগ্রপন্থায় দীক্ষিত’ করছিলেন। তিনি জোর দিয়ে বলেন, যারা ধর্মকে অপব্যবহার করে উগ্রপন্থী মতাদর্শ ছড়ান ও সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দেন, গতকালের অভিযান ছিল তাদেরই বিরুদ্ধে।

জার্মানিতে এই আন্দোলনের অন্যতম নেতা কোলন শহরে বসবাসরত ফিলিস্তিনি বংশোদ্ভূত আবু নাগী। তিনি দীর্ঘদিন থেকে পবিত্র কোরআন পাঠ আন্দোলন গড়ে তুলতে ও বিনা মূল্যে বিতরণে দেশজুড়ে কাজ করছিলেন। জার্মানিতে এই সংগঠনটির ৬০টির বেশি কার্যালয় রয়েছে। ২০০৫ সালে গঠিত সংগঠনটিকে জার্মানিতে অনেক আগে থেকে নিষিদ্ধের দাবি উঠছিল।

এর আগে জার্মানিতে ২০০১ সালে ‘দ্য খিলাফত স্টেট’ নামের আরেকটি কট্টরপন্থী ইসলামি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ