সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

আলেমদের পরামর্শের বাইরে কোনো কিছু হবে না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আলেমদের পরামর্শের বাইরে কোনো কিছু হবে না। কওমি স্বীকৃতি তাদের অধিকার। তিনি বলেন, কওমি স্বীকৃতি আল্লামা আহমদ শফীর হাত ধরেই আসবে।

রোববার (৬ নভেম্বর) কওমি মাদরাসা শিক্ষাসনদের স্বীকৃতি বিষয়ে আলেমদের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এ বৈঠক সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কওমি মাদরসা শিক্ষাসনদের স্বীকৃতিসহ চলমান আরো নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আলেমদের নেতৃত্ব দেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, সহজতর প্রক্রিয়ায় স্বীকৃতি হওয়া উচিত।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ইনশাআল্লাহ আমরা সতের সালের কওমি সনদের মান দিয়ে পরীক্ষা নিতে পারবো।

নতুন কোনো কর্তৃপক্ষ গঠন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বর্তমান কমিশনের মাধ্যমেও পরীক্ষা নেওয়ার কাজ চালানো যেতে পারে।

স্কুলের শিক্ষাসিলেবাসে ধর্ম অবমাননাকর কিছু কিছু উক্তি থেকে যাওয়ার বিষয়টি আল্লামা মাসঊদ তুলে ধরলে শিক্ষামন্ত্রী বলেন, এই বিষয়গুলো আমরা দেখেছি। কিছু সংশোধনী এনেছি। কিছু ছাপা হয়ে যাওয়ার পরও আবার সম্পাদনা করে ছাপতে দিয়েছি।

এরপরও ভুল থাকতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভুল থাকলে আবার দেখা হবে। পরবর্তীতে এই সংশোধনী কমিটিতে আলেমদেরকেও রাখার কথা চিন্তা করছি।

শিক্ষামন্ত্রীর হাতে একলাখ আলিম, মুফতি ও ইমামের স্বাক্ষর সম্বলিত মানবকল্যাণে শান্তির ফাতওয়া তুলে দেন আল্লামা মাসঊদ।

আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুর রহীম কাসেমী, মুফতি ইবরাহীম শিলাস্থানী, মাওলানা নাসির উদ্দীন কাসেমী, মাওলানা শরফউদ্দীন, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা হোসাইনুল বান্না, মুফতি আবদুল কাইয়ুম খান, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা আবদুল আলীম ফরিদী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা মুসলেহ উদ্দীন, মাওলনা ইলিয়াস আহমদ কাসেমী, মাওলানা মাসউদুল কাদির, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা আবদুল্লাহ শাকির, মাওলানা জহির বিন রুহুল প্রমুখ।

আরআর

কওমি স্বীকৃতি আল্লামা আহমদ শফীর নেতৃত্বেই আসবে: শিক্ষামন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ