শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

‘বিজ্ঞ আলেমদের সমন্বয়ে পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনা পরিষদ গঠন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ruhul-amin2আওয়ার ইসলাম: পাঠ্যসূচিতে নীতি-নৈতিকতা ও ইসলামি আদর্শ সম্বলিত বিষয়সমূহ বাদ দিয়ে ভিন্নধারার লেখা সংযোজন করে শিক্ষার্থীদের ইসলামি আদর্শ থেকে দূরে রাখার যে অপচেষ্টা করা হচ্ছে এর প্রতিবাদে দেশের ধর্মপ্রাণ মুসলিম জনতা দীর্ঘদীন ধরে প্রতিবাদ করে আসছেন। সমানে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, এমতাবস্থায় এ বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর ও গওহরডাঙ্গ মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন।

তিনি বলেন, আমরা চলমান পাঠ্যসূচি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করে একান্ত বৈঠকে এ বিষয়টি আলোচনা করে দ্রুত পাঠ্যপুস্তক সংশোধনের এবং জাতীয় পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনা পরিষদে অভিজ্ঞ আলেমদের অন্তর্ভুক্তের দাবী জানাই। আমাদের দাবীর প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশস্ত করে বলেছিলেন, দ্রুততম সময়ের মধ্যে পাঠ্যপুস্তক সংশোধন করা হবে। অভিযুক্তদের পাঠ্যপুস্তক রচনার দায়িত্ব থেকে বাদ দেওয়া হবে এবং দু’জন অভিজ্ঞ আলেমকে পাঠ্যপুস্তক রচনা এবং সম্পাদনা পরিষদে অন্তর্ভুক্ত করা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসের প্রতি আস্থাশীল। কিন্তু শিক্ষা বছর শেষ হওয়ার পথে এখনও শিক্ষা মন্ত্রণালয় বা পাঠ্যপুস্তক বোর্ড থেকে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি বা তৎপরতা দেখা যাচ্ছে না। এমতাবস্থায় দ্রুত সময়ের মধ্যে যদি পাঠ্যপুস্তক সংশোধন, অভিযুক্তদের অপসারণ এবং পাঠ্যপুস্তক রচনা এবং সম্পাদনা পরিষদে আলেমদের অন্তর্ভক্তির সিদ্ধান্ত গ্রহণ না করা না হয়- তাহলে দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসলিম জনতাকে সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রতিবাদ স্বারকলিপি দেওয়া হবে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আবানও সাক্ষাৎ করে বিষয়টি সম্পর্কে তাঁকে অবগত করানো হবে।

রোববার ৩০ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুফতি রুহুল আমীন এসব কথা বলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ