সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

বিভ্রান্তি ছড়িয়ে আলেমদের ঐক্য বিনষ্ট করা যাবে না: উত্তরায় বেফাক নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befaq_uttaraআওয়ার ইসলাম: কওমি শিক্ষার স্বীকৃতি বিষয়ে চলমান মতানৈক্য এবং ভ্রান্তি নিরসনে উত্তরার বেফাকভুক্ত মাদরাসাগুলো সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় জামিয়া বাবুস সালামে অনুষ্ঠিত হয় এ সভা।

জানা যায়, উত্তরার প্রায় একশ মাদরাসার প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন। সভাকে কেন্দ্র করে আলেমদের মধ্যে অন্যরকম উৎসাহ লক্ষ করা গেছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকের সহ সভাপতি ও বারিধারা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নূর হুসাইন কাসেমী।

সভায় বেফাক নেতৃবৃন্দ বলেন, কওমি মাদরাসার স্বীকৃতি নিয়ে নানারকম জটিলতা সৃষ্টি করা হচ্ছে। নানারকম ভ্রান্তিও ছড়ানো হচ্ছে। এগুলো আলেমদের মাঝে ঐক্য নষ্টের প্রচেষ্ঠা ছাড়া কিছুই নয়। নেতৃবৃন্দ বলেন, আমরা স্বীকৃতি চাই তবে নিজেদের স্বকিয়তা বজায় রেখে। দারুল উলুম দেওবন্দে যে ধরনের স্বীকৃতি রয়েছে এভাবে স্বীকৃতি দিলে আশা করি আর কোনো বিভ্রান্তি থাকবে ন।

নেতৃবৃন্দ বলেন, বেফাকের নেতৃত্বে দেশের হাজার হাজার মাদরাসা ঐক্যবদ্ধ রয়েছে। এ ঐক্য ইচ্ছে করলেই বিনষ্ট করা যাবে না। আমরা বেফাকের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। স্বীকৃতি বেফাকের মাধ্যমেই হতে হবে।

সভায় বক্তব্য রাখেন, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা কেফায়তুল্লাহ আল আযহারী, শায়খুল হাদিস আল্লামা আজীমুদ্দিন, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আনিসুর রহমান, মাওলানা সাইদুর রহমান, মাওলানা বখতিয়ার হোসেন, মুফতি নেয়ামতুল্লাহ আমিন, মাওলানা জহির ইবনে মুসলিম, মাওলানা মুকাররম হোমেন, মাওলানা নুরুল ইসলাম।

সভায় সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন স্বীকৃতি দাবি করা হয় এবং কমিটি গঠন করার ক্ষমতা কওমি ওলামাদের হাতে থাকার প্রস্তাব করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ