সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

উত্তরায় স্বীকৃতি বিষয়ে সর্বদলীয় বৈঠকের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

uttara_alemআওয়ার ইসলাম: কওমি মাদরাসার সনদের স্বীকৃতি বিষয়ে আগামী ১২ অক্টোবর সর্বদলীয় বৈঠকের প্রস্তুতি হিসেবে শনিবার (৮ অক্টোবর) উত্তরা এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণখান থানার গাওয়াইর জামিয়া ইসলামিয়া’য় বৈঠকটি সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। এতে বেফাকের উত্তরার প্রতিনিধি ও আলেমগণ উপস্থিত ছিলেন। 

উত্তরা’র বায়তুল মোমিন মাদরাসার প্রিন্সিপাল ও জামিয়া ইসলামিয়া গাওয়াইর এর মুহাদ্দিস মুফতি নেয়ামতুল্লাহ আমিন আওয়ার ইসলামকে বলেন, বেফাকের পক্ষ থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল উত্তরার মাদরাসাগুলোতে স্বীকৃতি ও সর্বদলীয় বৈঠকের বিষয়ে জনমত তৈরিতে সফরের পর এ বৈঠকে বসেন। বৈঠকে বেফাককে আরো শক্তিশালী ও দেওবন্দের আদলে স্বীকৃতির পক্ষে জোড়ালো অবস্থান তুলে ধরা হয়।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, আমরা সবাইকে নিয়েই স্বকীয়তা বজায় রেখে স্বীকৃতি আদায় করতে চাই। কেউ কেউ বেফাককে পাশ কাটিয়ে স্বীকৃতি নেয়ার জন্য তৎপরতা চালাচ্ছে। তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

মুফতি নেয়ামতুল্লাহ আমিন জানান, বৈঠকে দেশের শীর্ষ সব আলেম উপস্থিত থাকবেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখান থেকে সমস্ত বিরোধ ও সমস্যাও দূর হবে বলে আশা করা হচ্ছে। তবে অসুস্থতা জনিত কারণে বেফাকের সভাপতি ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানান তিনি।

uttara_alem2

বৈঠকে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেম ও ওয়ায়েজ মাওলানা কেফায়তুল্লাহ আল আযহারী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আজিমুদ্দীন, মাওলানা মুকাররম হোসেন, মাওলানা আব্দুল ওয়াহিদ, মুফতি নেয়ামতুল্লাহ আমিন, জাকির হোসেন কাসেমী, মাওলানা বখতিয়ার হোসেন, মাওলানা ইউসুফ লাকসামী প্রমুখ।

উল্লেখ্য, স্বীকৃতি নিয়ে আলেমদের মধ্যে নানা মত দেখা দেয়ায় ১২ অক্টোবর জরুরি ভিত্তিতে বেফাক বৈঠকের আহ্বান জানায়। এতে সম্মিলিত কওমি মাদরাসা বোর্ডে নেতৃবৃন্দ অংশ নিবেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছিলেন সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি হযরত আল্লামা আবদুল হালিম বোখারী।

আরো পড়ুন: স্বীকৃতির জট খুলছে; এক টেবিলে বসছেন বেফাক ও সম্মিলিত বোর্ডের নেতারা!
আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ