বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

বানান জানে না গার্হস্থের ছাত্রীরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

institiutআওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট করার দাবিতে মানববন্ধন করেছে ওই কলেজের ছাত্রীরা। একদিকে এই দাবিতে আন্দোলন চলছে, অন্যদিকে তাদের বানান ভুলের কারণে সমালোচনায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ফেইসবুক গ্রুপ ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কলেজটির ছাত্রীরা রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেত মোড়ে বৃত্তাকারে জড়ো হয় এবং নানান রকম স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে। এসময় তারা সড়কে কালার স্প্রে দিয়ে প্রতিবাদী স্লোগান লিখে তাদের মতবাদ ব্যক্ত করেন।

তখন তাদের দাবি যে ইনস্টিটিউটকে কেন্দ্র করে, সেই ইনস্টিটিউট বানানটাই তারা ভুল করে। সেখানে বানানটা এভাবে লেখা ছিল ‘ইন্সটিটিউট’।

এনিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমালোচনার তীর ছুড়ে দিচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে।

স্বর্ণা নামে ঢাবির এক শিক্ষার্থী তার ফেইকবুকের স্ট্যাটাসে লিখেছেন, “এই যোগ্যতা নিয়ে আবার বড় মুখ করে বলতে আসে- ঢাবির মেয়েদের চেয়ে আমরা কম কিসে! স্পর্ধার তারিফ করতে হয়, যত্তসব।”

ইমরান হোসাইন নামের আরেক শিক্ষার্থী বলেন, “ওদেরতো মেধা নাই, থাকলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়ত। একটা বানান ঠিক করে লেখার যোগ্যতা যাদের নাই, তারা আবার ইনস্টিটিউট চায়।”

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ