সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

স্বীকৃতির জন্য সরকারি কমিটির ১ম বৈঠক; যোগ হলেন দুই সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

komitiআওয়ার ইসলাম: কওমি সনদের স্বীকৃতি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গঠিত ৯ সদস্যের কমিটির প্রথম বৈঠক শেষ হয়েছে। বৈঠকে বসুন্ধরার প্রিন্সিপাল ও উত্তরবঙ্গ বোর্ডের সভাপতি মাওলানা  আরশাদ রাহমানী  এবং সিলেট দীনি এদারা বোর্ডের সহকারী মহাসচিব মাওলানা আবদুল বছির আজাদকে কমিটিতে কো-অপ্টের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকটি কারওয়ান বাজারের আম্বরশাহ মাদরাসায় বেলা ৩টায় শুরু হয়ে ৪টায় শেষ হয়।

জানা গেছে, বেফাক কোনো সদস্যের কো অপট করার প্রস্তাব করেনি বিধায় তাদের সদস্য যোগ করা হয়নি, তবে পরবর্তীতে চাইলে সুযোগ রাখা হয়েছে।

একটি নির্ভরযোগ্য সূত্র আওয়ার ইসলামকে এ সব তথ্য জানিয়েছে।

বৈঠকে কমিটির ৯ সদস্যের মধ্যে চট্টগ্রাম দারুল মাআরিফের প্রিন্সিপ্যাল মাওলানা সুলতান যওক ও জামিয়া ফরিদাবাদের মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি। তবে মাওলানা সুলতান যওক ফোনে কথা বলে বৈঠকের সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষন করেছেন।আরেক সদস্য  আবদুল বাসেত বরকতপুরী সভায় উপস্থিত হতে না পারলেও চিঠি ও প্রতিনিধি পাঠিয়েছেন।

বৈঠকে সব সদস্যকে যাচাই বাছাইয়ের জন্য কমিশনের সুপারিশমালা ও প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়েছে।
 জানা গেছে, কমিটির পরবর্তী বৈঠক শিগগির অনুষ্ঠিত হবে। তবে এর তারিখ ও স্থান জানা যায় নি।
এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ