সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সাহারানপুরের মাওলানা আকিল মাজাহিরির ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান

ইলমে দীনের পথে; কোথায় কেন ভর্তি হবেন? (১ম পর্ব)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_5685" align="alignright" width="507"]jamil_madrasha বগুড়া জামিল মাদরাসা ভবন[/caption]

লাবীব আব্দুল্লাহ:  কওমি মাদরাসার শিক্ষাবর্ষ শুরু শাওয়াল থেকে৷ ভর্তি কার্যক্রম চলবে সপ্তাহজুড়ে৷ তালেবে ইলমদের চাহিদা শীর্ষ মাদরাসায় ভর্তি৷ ঢাকা, চট্রগ্রাম, সিলেট ও ময়মনসিংহে মাদরাসা সংখ্যা বেশি৷ প্রায় এগারোটি শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ প্রতিষ্ঠানে ভর্তির চাহিদা থাকে তালেবে ইলমের৷

নতুন বছরে চাহিদা থাকে মাদরাসা পরিবর্তন৷ সাধারণত তালেবে ইলমরা রাজধীনীমুখী নানা কারণে৷ কিন্তু একজন তালেবে ইলম কেন কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে তা স্পষ্ট থাকতে হবে৷ স্পষ্ট থাকতে হবে কাকে সে নির্বাচণ করবে উস্তাজ হিসেবে৷ ঢাকার মাদরাসাগুলোতে ভর্তি হলেও বড় আলেম বা বড় কিছু হওয়া যাবে এই প্রবনতা অনেকাংশে সঠিক নয়৷ ফলাফল পর্যালোচনা করলে দেখা যাবে ঢাকার বাইরে মফস্বল শহরেও অনেক সেরা প্রতিষ্ঠান আছে৷ ভর্তির সময় এ বিষয়েটিও বিবেচনায় রাখতে হবে।

মাদরাসা শিক্ষায় তালিমের সঙ্গে প্রয়োজন তারবিয়াত৷ যেসব মাদরাসায় তালিমের সঙ্গে তারবিয়ার গুরত্বারোপ করা হয় সেইসব মাদরাসা নির্বাচন করা যেতে পারে৷ ইলমের সাথে আমলের দীক্ষা নিতে হয় ছাত্র জীবন থেকেই৷ ভর্তির ক্ষেত্রে যে মাদরাসায় উস্তাজ প্রবীন ও দক্ষ সেসব মাদরাসাকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে৷

এখন শিক্ষা বাণিজ্যের মানসিকতা থেকে গজিয়ে ওঠেছে অনেক প্রাইভেট মাদরাসা যেখানে পড়ারচে থাকা খাবারের পরিবেশ উন্নত কিছুটা৷ একজন দূরদর্শী তালেবে ইলমকে এ বিষয়ে কষ্ট হলেও যেখানে পড়ালেখা ভালো সেখানে ভর্তি হলে ভালো৷ ভর্তির ক্ষেত্রে সাধারণ একটি সমস্যা ভর্তি পরীক্ষার নিয়ম, ভর্তি পরীক্ষার বিষয় এবং আবাসিক সুযোগ সুবিধা জানা থাকে না তালেবে ইলমের বিশেষ করে যারা ঢাকার মাদরাসগুলোতে নতুন ভর্তি হয়৷ এ ক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা নিলে ভালো৷

[caption id="attachment_5785" align="alignnone" width="817"]jamia_islamia_sehra জামিয়া ইসলামিয়া সেহরা মোমেনশাহী[/caption]

বোর্ডি এ ফ্রি খাবারের ব্যবস্থা তাই ভর্তি হতে হবে সেই প্রতিষ্ঠানে এটি ভুল চিন্তা৷ সচ্ছলতা থাকলে ফ্রি ও লিল্লাহ বোর্ডিং এর খাবার থেকে বিরত থাকা উচিৎ৷ এটি শুধুই দরিদ্রদের হক৷ এই ফ্রি খাবারের মানসিকতায় চিন্তার সংকীর্ণতা জন্ম দেয়৷ ভর্তির আগে দক্ষ, অভিজ্ঞ, উদার, কল্যাণকামীও মাদরাসা শিক্ষার অতীত বর্তমান জানেন এমন দরদি কোন উস্তাজকে তালিমি মুরব্বি নির্বাচণ করা উচিৎ৷ এই ক্ষেত্রে ভুল করলে এলোমেলো হয় শিক্ষাজীবন৷ তা ছাড়া যারা কওমির পাশাপাশি আলিয়া বা স্কুলে পরীক্ষা দেবে তাদের দরদি রাহবর না থাকলে হতাশায় ভোগতে হয়৷

মাদরাসা কর্তপক্ষ আলিয়া বা স্কুলের পরীক্ষার সুযোগ দেবে কি না তা কথা বলে জেনে নিয়ে ভর্তি হওয়া ভালো৷ আলিয়া স্কুলে পরীক্ষা দেবার ক্ষেত্রেও সময়ের চাহিদা উপলব্দি করেন এমন উস্তাজের পরামর্শ নেওয়া যেতে পারে৷ সবকিছু নিজে করতে গিয়ে কলেজে গিয়েও ইসলামিক স্টাডিজ পড়ে বিশেষ কিছু হয় না৷ যারা শুধুই কওমি সিলেবাসে আলেম হতে ইচ্ছুক তাদের দরসে নেজামি ও জাদিদ নেসাবগুলোর ভালো মন্দ দিকগুলো আগেই জেনে নিতে হবে৷ অন্যথা সময় ও মেধার অপচয় হবে৷

তালেবে ইলমকে অবশ্যই সাবেক উস্তাজ এবং অভিভাবকের মতামতকে গুরত্ব দিতে হবে৷ শুধু নিজের মতে মাদরাসা নির্বচণ অনেক ক্ষেত্রে ভুল পথে জীবন পরিচালিত করে৷ মাদরাসার শিক্ষার গুণগত মান, আবাসিক পরিবেশ, উস্তাজের দক্ষতা ও আন্তরিকতা নানা বিষয় থেকে মাদরাসা পরিবর্তণ করা উচিৎ৷

মাদরাসা পরিবর্তণের সময় টিসি বা অনুমতি দিতে রাজি নয় অধিকাংশ মাদরাসা৷ এ ক্ষেত্রে দক্ষতার সাথে সমস্যার সমাধান করতে হবে৷ কৌশলী ভূমিকায়৷ নিয়ত সহিহ করেই পথ পারি দিতে হবে ইলমে দীনের৷ উস্তাজের প্রতি আদব ইহতেরাম রেখে চলতে হবে পথ৷ জীবনের হদফ ও টার্গেট নির্ধারণ করে এই পথ পারি দিলে অবদান রাখা সম্ভব দীনের নানা অঙ্গনে৷ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গেনে৷ চলবে...

লেখক: পরিচালক, মাদরাসা ইবনে খালদুন ময়মনসিংহ
14/7/2016 সকাল ৬টা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ