মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা

মুহাম্মদ আলির জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aliডেস্ক রিপোর্ট : বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলির জানাজা আজ যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইসভিলেতে অনুষ্ঠিত হয়েছে। মুসলিম রীতিতেই তার শেষ বিদায় অনুষ্ঠিত হয়। জানাজা উপলক্ষে লাখো মুনষ সমাবেত হন লুইসভিলেতে।

যুক্তরাষ্ট্রের ধর্মমত নির্বিশেষে সবাই অংশ নিয়েছেন জানাজায়। এর আগে জানাজার অংশগ্রহণের জন্য টিকিট কিনতে হিড়িক পড়েছিল কেন্টাকির এক্সপোজিশন সেন্টারে। বৃহস্পতিবার সেখান থেকে ১৪ হাজারের বেশি লোক টিকিট কিনেছেন। এর আগে তার জানাজা অনুষ্ঠানের জন্য আয়োজকরা ১৫৫০০ টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিল। কিন্তু ১ ঘণ্টা না যেতেই ওই টিকিট শেষ হয়ে যায়। সারাবিশ্বের টিভি ও অনলাইনে তার জানাজার নামাজ প্রচারিত হয়।

আয়োজকরা বলছেন, মুসলিমদের হিরো হিসেবে বিবেচিত মুহাম্মদ আলীর জানাজায় শরীক হওয়াটাকে অনেকেই বিরল সুযোগ হিসেবে দেখছেন।

মাত্র ২২ বছর বয়সে ইসলামের পথে যাত্রা শুরু করেছিলেন  হেভিওয়েট বক্সিংয়ে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন মুহাম্মদ আলী।

http://ourislam24.com/?p=1145

গত ৫০ বছর তিনি ছিলেন একজন খ্যাতিসম্পন্ন মুসলিম, বিশেষ করে আমেরিকায়।

333মুহাম্মদ আলির মৃত্যুর মাধ্যমে আমেরিকার জনগণ মুসলিমদের সম্পর্কে আরো ভালোভাবে জানার সুযোগ পাবেন বলে আশা করেছেন জানাজার আয়োজকরা। জানাজা নামাজের ইমামতি করেছেন জায়েদ শাকির। জানাজার আগে এক বক্তব্যে তিনি বলেন, মুহাম্মদ আলী তার ধর্ম বিশ্বাসের কারণেই ব্যাপক জনপ্রিতা অর্জন করেছেন। তিনি ধর্মের জন্য সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন।

গত শুক্রবার ৭৪ বছর বয়সে মারা যান মুহাম্মদ আলী। মাত্র ২২ বছর বয়সে তিনি খৃস্টান ধর্ম ত্যাগ করে ইসলামে দীক্ষিত হন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / আরআর 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ