বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ সফর শেষে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন মাওলানা ফজলুর রহমান ৫ দফা বাস্তবায়নে আন্দোলন অব্যাহত থাকবে, ৩০ নভেম্বর থেকে বিভাগীয় কর্মসূচি: আটদল  ডিসিদের বাদ দিয়ে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি বিএনপির পাক-আফগান নিজেদের সমস্যা সমাধান করুক, ভারত তা চায় না: খাজা আসিফ হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনলো সৌদি আরব ক্রীড়া উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব শিশু দিবস: শীতকালে শিশুদের স্বাস্থ্য রক্ষা ও সুস্থতা নিশ্চিত করার উপায় গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি নোয়াখালীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ 

ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন: হেফাজত সৌদী আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবতার মুক্তির দূত বিশ্বনবি মুহাম্মদে আরাবী সাললাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশকারী ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ দাম্মাম পূর্বাঞ্চলীয় শাখা সৌদী আরব এর নেতৃবৃন্দ।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় বিশ্বনবি মুহাম্মদে আরাবী সাললাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশ, বাংলাদেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, নাস্তিক ও ইসলাম বিদ্বেষী কর্তৃক ধর্মীয় অনুভূতিতে আঘাত এর প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দাম্মাম হেফাজতের মুহতারাম সভাপতি মাওলানা জামালউদ্দিন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

আবু বকর মোহাম্মদ রিজওয়ান এর পরিচালনায় শাখা সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম উদ্বোধনী বক্তব্য রাখেন। তিনি বলেন, আমার দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন স্থানে মহানবি সা. কে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হচ্ছে, বাংলাদেশে ও ইসলামের অবমাননা করা হচ্ছে। আমরা নবিপ্রেমিক হিসেবে এর প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। তিনি রাসূলাল্লাহ সাললাল্লাহু এর একটি হাদিস কে উল্লেখ করে বলেন, নবি সা. বলেছেন, ‘তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর। ’ (বুখারি, হাদিস নং: ১৯৪) তাই আমরা আমাদের অবস্থান থেকে এর প্রতিবাদ করে যাব, তাদের পণ্য বয়কট করব।

সভাপতির বক্তব্যে মাওলানা জামালউদ্দিন বলেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী’। (সুরা ক্বালাম : আয়াত ৪) আল্লাহ তাআলা যার চরিত্রের পবিত্রতার বিষয়ে নিজে সার্টিফিকেট দিয়েছেন সেই মহান ব্যক্তি নিয়ে যারা ব্যঙ্গ কার্টুন প্রকাশ করে তারা নিঃসন্দহে বর্বর জাতী। প্রায় দুইশত কোটি মুসলমান পৃথিবীর বুকে থাকার পরও যারা এমন দুঃসাহস দেখাতে পারে আমাদের দায়িত্ব ছিল তাদের চিহ্নকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলা।

সভায় আরও বক্তব্য রাখেন, মাওলানা আব্দুর রহিম (নাবিয়া), মাওলানা আবুল কাসেম (সেভেনটি ওয়ান), মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুর রহমান (বাংলাদেশ স্কুল), মাওলানা মাহমুদুল হাসান (আব্দুল্লা ফোয়াদ), মুফতি সাইফুল ইসলাম (আকরাবিয়া), মাওলানা নোমান (দাম্মাম মহানগর), মাওলানা নজরুল ইসলাম (সুবেকা)।

অনুষ্ঠানে বিশেষ নসিহত ও দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ দাম্মাম পূর্বাঞ্চলীয় শাখার প্রধান উপদেষ্টা হজরত মাওলানা ইলিয়াস। তিনি অল্প কয়েকদিনের মাঝে ফাইনাল এক্সিটে বাংলাদেশে চলে আসবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ