বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাঁথার সূত্র ধরেই উন্মোচিত হলো মাদরাসাছাত্র হত্যার রহস্য, গ্রেপ্তার সহপাঠী ফিলিস্তিনি বন্দিদের অনেক লাশে ‘নির্যাতন ও হত্যার চিহ্ন স্পষ্ট’: দ্য গার্ডিয়ান যে দোয়া পড়লে স্মরণশক্তি বাড়ে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ইস্যুতে জাতীয় সেমিনার শনিবার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হলেন শেখ সালেহ আল-ফাওজান সৌদির নতুন গ্র্যান্ড মুফতিকে শায়খ সুদাইসের অভিনন্দন হিন্দুত্ববাদী নেতার পোস্টের পর গুজরাটে মুসলিমদের বাড়িঘরে অগ্নিসংযোগ এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের আবেদন আজ শেষ সংঘাতের সময় কাবুল ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতা করেছে ওয়াশিংটন যে তিন চোখের জন্য জাহান্নাম হারাম

তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ী মারকাযুল মাআরিফ আল ইসলামিয়ায় ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:
ঢাকার তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ীতে অবস্থিত মারকাযুল মাআরিফ আল ইসলামিয়ায় আজ থেকে ভর্তি শুরু।

যেসব বিভাগে ভর্তি করা হবে: ১. নুরানী ও নাজেরা বিভাগ। এ বিভাগে বিশেষ ট্রেনিংপ্রাপ্ত দক্ষ মুআল্লিম দ্বারা শিশু শিক্ষার্থীদের কায়দা, আমপারা ও কুরআনুল কারিমের বিশুদ্ধ তেলাওয়াতসহ জরুরী মাসায়েল, হাদিস ও প্রয়োজনীয় ও প্রাথমিক বাংলা, অংক, ইংরেজি শিক্ষা দেয়া হয়।

২. হিফজ বিভাগ। এ বিভাগে আন্তর্জাতিক মানের দক্ষ হাফেজদের পূর্ণ তত্ত্বাবধানে কুরআন হিফজ করানো হয়। আন্তর্জাতিক মানসম্পন্ন কারীদের তেলাওয়াতের নিয়মিত অনুশীলন করানো হয়।
সর্বোপরি ছাত্রদের আমল–আখলাক ও উন্নত চরিত্র গঠনে উস্তাদদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়।

৩. আত তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা বিভাগ। এটি মারকাযের অতি গুরুত্বপূর্ণ বিভাগ। সুদক্ষ মুফতি ও ইসলামি আইন বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত এ বিভাগে ছাত্রদেরকে ফিকহের যাবতীয় মাসআলা মাসায়েল বের করা ও সমাজে চলমান সমস্যাবলীর শরয়ীভিত্তিক সমাধান দেয়ার লক্ষ্যে যোগ্য মুফতি হিসেবে গড়ে তোলার জন্য নিম্নোক্ত প্রোগ্রামগুলো বাস্তবায়ন করা হবে।

ক. প্রতিটি বিষয়ের 'মাকালা' লিখন ও শতাধিক ফতওয়ার তামরিন বাধ্যতামূলক শিক্ষাদান। খ. ব্যাংক, বীমা, শেয়ারবাজার, ইসলামের আলোকে বৈধ ব্যবসার নীতিমালাসহ সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানের শরয়ী মানদণ্ড পাঠদান।

গ. ইসলামি উত্তরাধিকার আইনের উপর বিশেষ গুরুত্ব প্রদান। ঘ. দৈনিক দরসের বাইরে নির্ধারিত পরিমাণ মুতালাআ বাধ্যতামূলক। ঙ. নিয়মিত ইংরেজি ক্লাস। চ. বাংলা ভাষা ও সাহিত্য কর্মশালা। ইত্যাদি।

যোগাযোগ: ০১৯১৪১৪১৫৩৫, ০১৯২৫৬৯৩৩১৫

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ