সোমবার, ১৩ মে ২০২৪ ।। ৩০ বৈশাখ ১৪৩১ ।। ৫ জিলকদ ১৪৪৫


‘শিল্পকারখানা খোলা ও লকডাউন একসাথে চলতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিল্পকারখানা ও গার্মেন্টস খুলে দিয়ে দেশকে ঝূঁকিপূর্ণ অবস্থায় ফেলে দেয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার সারাদেশে সাধারণ ছুটি বৃদ্ধি করে করোনা মোকাবেলার চেষ্টা করছে, অন্যদিকে গার্মেন্টস খুলে দিয়ে দেশকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছেন। যা কোনভাবেই মেনে নেয়া যায় না।

তিনি বলেন, সরকার দেশকে করোনা মুক্ত করতে চাইলে হয়তো পুরোপুরি লকডাউন মানাতে হবে নতুবা সাধারণ ছুটি বাতিল করে জনসাধারণকে উম্মুক্ত করে দিতে হবে। এভাবে একটি দেশ চলতে পারে না।

প্রিন্সিপাল মাদানী বলেন, দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকার শিল্প-কলকারখানা ও গার্মেন্টস খুলে দেয়ার অনুমতি দিয়েছে। একই সথে দুই নীতি চলতে পারে না। হয়তো সরকারকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে হবে নতুবা সব খুলে দিতে হবে।

গার্মেন্টস ও কারখানা গুলোই সবচেয়ে ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ