সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার তিন দিনের সফরে ভারত যাচ্ছেন। দ্বিপাক্ষিক বিভিন্ন কর্মসূচি নিয়ে তিনি দিল্লিতে থাকবেন ৮ আগস্ট পর্যন্ত।

সফরে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। তবে আলোচনায় গুরুত্ব পেতে পারে পারে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন ইস্যু। দুই মাস আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এই প্রথম কোনও বিদেশি মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ।

জানা যায়, ৭ আগস্ট বুধবার মূল বৈঠক অনুষ্ঠিত হবে দিল্লির তাজ হোটেলে। ৮ আগস্ট বৃহস্পতিবার দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। ওই দিন বিকালে ঢাকায় ফিরবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন আইজিপি ড. মুহাম্মদ জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা) মুহাম্মদ শহিদুজ্জামান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মুহাম্মদ সাফিনুল ইসলাম, কোস্টগাডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মুহাম্মদ আশরাফুল হক, পাসপোর্টের অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সোহায়েল হোসেন খান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, মহাপরিচালক এসআরসিসি (প্রধানমন্ত্রী দফতর) মহাপরিচালক নিলিমা আক্তার, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ হারুন অর রশিদ বিশ্বাস।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহাপরিচালক তারেক মুহাম্মদ, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপসচিব মুহা. দেওয়ান মাহবুবুর রহমান, ভূমি সংস্কার ও জরিপ অধিদফতরের সহকারী পরিচালক (সার্ভে) মুহা. ফেরদৌস হোসেন ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অভিবাসন, চোরাচালান, রোহিঙ্গা সংকট এবং ভ্রমণ ব্যবস্থা সম্পর্কিত দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ