বুধবার, ১৪ মে ২০২৫ ।। ৩০ বৈশাখ ১৪৩২ ।। ১৬ জিলকদ ১৪৪৬


৭৮ ভাষায় অনূদিত কোরআনের বিরল প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মরক্কোর ঐতিহাসিক শহর মারাকেশে শুরু হয়েছে ৭৮টি ভাষায় অনূদিত কোরআনের বিরল প্রদর্শনী। ‘জুসর’ শিরোনামের এই প্রদর্শনীর দ্বিতীয় আসরটি অনুষ্ঠিত হচ্ছে শহরের সাংস্কৃতিক কমপ্লেক্সে। 

‘জুসর’ শব্দের অর্থ—মূল সম্পর্ক, যা মরক্কো ও সৌদি আরবের দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।

প্রদর্শনীর উদ্বোধন করেন সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শায়খ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে-শায়খ। এ সময় উপস্থিত ছিলেন মরক্কোর ইসলাম বিষয়ক মন্ত্রী আহমেদ তওফিক, রাবাতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সামি বিন আবদুল্লাহ আল-সালেহ এবং মারাকেশের গভর্নর ফরিদ চৌরাকসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

১০ মে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২০ মে পর্যন্ত। এতে কেবল অনূদিত কোরআনই নয়, প্রদর্শিত হচ্ছে বিরল ইসলামি পাণ্ডুলিপি, ঐতিহাসিক মসজিদের পরিচিতি, হজের ইতিহাস, প্রখ্যাত কারিদের কণ্ঠে কোরআন তেলাওয়াত এবং চমৎকার আরবি ক্যালিগ্রাফি।

শিশুদের জন্য রয়েছে আলাদা শিক্ষামূলক ব্যবস্থা, যা ইসলামি জ্ঞান ও ঐতিহ্যকে সহজ ও আনন্দদায়কভাবে উপস্থাপন করে।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ সৌদি প্যাভিলিয়নে প্রদর্শিত ৭৮ ভাষায় অনূদিত কোরআনের কপি, যেগুলো ছাপা হয়েছে সৌদি আরবের কিং ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্সে। এই প্রতিষ্ঠানটি ১৯৮৫ সাল থেকে কোরআনের ৪০ কোটিরও বেশি কপি মুদ্রণ ও বিতরণ করেছে বিশ্বব্যাপী।

উদ্বোধনী বক্তব্যে সৌদি মন্ত্রী বলেন, এই প্রদর্শনী ইসলাম ও মুসলমানদের সেবায় নিবেদিত। প্রকৃত ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখাই আমাদের লক্ষ্য। সৌদি আরব ও মরক্কোর মধ্যে ধর্মীয় সম্পর্কের মূল ভিত্তি হলো ইসলামি ঐক্য, সহনশীলতা এবং মানবতার প্রতি অঙ্গীকার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ