শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ।। ২৭ আশ্বিন ১৪৩১ ।। ৯ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
সরকারি চাকরিতে প্রবেশের বয়স পুরুষের ৩৫, নারীর ৩৭ বছর করার সুপারিশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ মাজার ও ধর্ম ব্যবসা সমাচার ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নিহত ইমাম খুলনায় বিদ্যুতের মিটার রেন্ট ও ডিম্যান্ড চার্জ প্রত্যাহার দাবি ‘দ্বীনের জন্য ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধের বিকল্প নেই’ এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা ‘নবগঠিত প্রতিটি কমিশনে ৯২ ভাগ মুসলমানের স্বার্থ দেখার দায়িত্ব উলামায়ে কেরামের’ কর অব্যাহতি পেল গ্রামীণ ব্যাংক ও আস-সুন্নাহ ফাউন্ডেশন দুই শতাধিক মুরব্বি আলেমের উপস্থিতিতে অনুষ্ঠিত বেফাকের মজলিসে আমেলার বৈঠক

হামাসের হাতে ২৩টি ইসরাইলী সামরিক যান ধ্বংস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত ২৪ ঘন্টায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিভিন্ন ধরণের ২৩টি সামরিক যান ধ্বংস করেছে ফিলিস্তিন স্বাধীনতাকামীদের সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেড ও হতাহত করেছে অবৈধ রাষ্ট্রটির অসংখ্য সেনা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ২৩টি ইসরাইলী সামরিক যান ধ্বংসের ও অসংখ্য ইসরাইলী সেনা হতাহতের দাবী করা হয়।

স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির দাবী মতে, সকাল থেকে এখন পর্যন্ত বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিভিন্ন ধরণের মোট ২৩টি সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছে কাসসামের মুজাহিদীন।

সর্বশেষ বাইতে লাহিয়ার পশ্চিমে অনুপ্রবেশের সময় ইহুদিবাদী দখলদারদের ৫টি সশস্ত্র জিপে হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠনটি। যার মধ্যে ২টি পুরোপুরি ভাবে ধ্বংস করা হয়।

বিবৃতিতে এবিষয়ে বলা হয়, বাইতে লাহিয়ার পশ্চিমে অনুপ্রবেশের সময় ইহুদিবাদী দখলদারদের ৫টি সশস্ত্র জিপকে আমরা ইয়াসিন-১০৫ ক্ষেপণাস্ত্রের নিশানা বানিয়েছি। তন্মধ্যে ২টি জিপ পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম হয়েছি। একটি উল্ফ টাইপ জিপ ও অপরটি ডিফেন্ডার টাইপ জিপ।

সংগঠনটির দাবী অনুসারে, ওই ২টি জিপের সকল ইসরাইলী সেনাকে জিরো রেঞ্জ থেকে মেশিনগান দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া অন্য ৩টি সশস্ত্র জিপ তাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

অপরদিকে বাইতে হানুনে অসংখ্য ইসরাইলী সেনা সমেত পুরো একটি বাড়ি ধ্বংস করে দেওয়ারও দাবী করে তারা।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আমাদের মুজাহিদীন বাইতে হানুনের এক ঘরে আশ্রয় নেওয়া ইহুদিবাদী দখলদার সেনাদের বাড়ি সমেত নি:শেষ করে দিতে সক্ষম হয়েছে। ইসরাইলী সেনা ইউনিটটির অবস্থান লক্ষ্য বাড়িটিতে মোট ১২টি ‘ইয়াসিন টিবিজি’ নিক্ষেপ করা হয়েছে। ফলশ্রুতিতে পুরো বাড়িটি তাদের উপর সম্পূর্ণরূপে ধ্বসে পড়ে।

আরো বলা হয় যে, বিধ্বস্ত বাড়ির নীচে চাপা পড়া পুরো ইউনিটটির অধিকাংশই নিহত ও আহত অবস্থায় রয়েছে।

এছাড়া সকাল থেকে চলমান হামলায় আরো অসংখ্য ইহুদিবাদী ইসরাইলী সেনাদের হতাহত করা হয়েছে বলেও জানানো হয়।

আজ সকাল থেকে চলমান অভিযানে এর আগে আরো ২১টি ইসরাইলী সামরিক যান ধ্বংস করে ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। ফলে একদিনে সর্বোচ্চ ২৩টি ইসরাইলী সামরিক যান ধ্বংসের এক অনন্য রেকর্ড করে বসে তারা।

সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ