শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

মসজিদে ছুরিকাঘাতে মুসল্লিকে হত্যায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুসল্লি ইমরুল মিয়াকে হত্যার ঘটনায় অভিযুক্ত রোসেল মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল

গ্রেপ্তার রোসেল মিয়া জেলার নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে।

এর আগে একইদিন জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোসেল মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র্যাব জানায়, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার হাসানখালি এলাকায় একটি কালভার্টের নিচে জাবেদ মিয়া নামের একজনের লাশ পাওয়া যায়। এ ব্যাপারে মামলা হয়। এ হত্যা মামলায় ১৬ সেপ্টেম্বর ইমরুল মিয়া গ্রেপ্তার হন। ২ নভেম্বর তিনি জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে বাড়িতে আসেন। এতে নিহত জাবেদের পরিবার ক্ষুব্ধ হয়। এরই পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নিহত জাবেদের ভাই রোসেল মিয়া হঠাৎ ইমরুলের উপর হামলা করে ছুরিকাঘাত করেন।

পরে গুরুতর আহত হয়ে ইমরুল মিয়া মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক মুসল্লিরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ