মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে গোপালগঞ্জ জেলা উলামা পরিষদের ঝটিকা সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদুল্লাহ মেশকাত, গোপালগঞ্জ

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে গোপালগঞ্জের  সকল উপজেলায় ঝটিকা সফর সম্পন্ন করেছে উলামা পরিষদ গোপালগঞ্জ। জেলার টুংগিপাড়া কোটালীপাড়া কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার গুরুত্বপূর্ণ মাদ্রাসাসমূহে সফর করেন উলামা পরিষদ গোপালগঞ্জের নেতৃবৃন্দ। উলামা পরিষদ গোপালগঞ্জের প্রধান উপদেষ্টা মাওলানা নুরুল হক মোহতামেম, বাঁশবাড়িয়া মাদ্রাসা- এর নেতৃত্বে সফরসঙ্গী ছিলেন, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশ এর সমন্বয়ক ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শুয়াইব ইবরাহীম, গওহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস ও উলামা পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুফতি মোরতাজা হাসান, গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার মোহতামেম মুফতি হাফিজুর রহমান, ইসলামপুর মাদ্রাসার প্রধান মুফতি মাসুদুর রহমান, কুরপালা মাদ্রাসার মোহতামেম মাওঃ মাহমুদ হাসান শামীম এবং পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি আহমাদুল্লাহ মিশকাত।

ঝটিকা সফরে উপজেলাসমূহের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা শতাধিক গাড়িসহ সম্মেলনে যোগদানের প্রতিশ্রুতি প্রদান করেন এবং রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ বেলায়েত হুসাইন বর্ণি, মাওঃ ওলিউল্লাহ অধ্যক্ষ গিমাডাঙ্গা আলিয়া মাদ্রাসা, মাওঃ আব্দুল জলিল বান্ধা বাড়ি, মাওঃ মেরাজুল ইসলাম হিরণ, মাওঃ নাঈম মাওঃ মুঈন মাওঃ জাহিদ মাহমুদ মুকসুদপুর মাওঃ আব্দুল্লাহ মহারাজপুর মাওঃ ওলিউল্লাহ কুলিয়ারভিটাসহ প্রমুখ ওলামায়ে কেরাম। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ