আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সর্বতোভাবে সফল করার আহ্বান জানিয়েছে বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ।
শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে বোর্ডের সভাপতি, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুফতি রুহুল আমিন এই আহ্বান জানান।
সম্মেলন সফল করার লক্ষ্যে তিনি বোর্ডভুক্ত সকল মাদরাসায় উক্ত তারিখে সবক বন্ধ রেখে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে সম্মেলনে ব্যাপক উপস্থিত হওয়ার আহ্বান জানান।
এছাড়াও, তিনি বোর্ডের সম্মানিত জোন জিম্মাদারগণকে নিজ নিজ জোনের আওতাভুক্ত সকল মাদরাসার দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে তাদের জোন থেকে সম্ভাব্য কতটি গাড়িতে লোক অংশগ্রহণ করবে, সেই তথ্য আগামী ১০ নভেম্বরের মধ্যে বোর্ড অফিসে অবহিত করার আহ্বান করেন
এনএইচ/