বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের দেশকে বিএনপি তিনবার ও আ.লীগ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: চরমোনাই পীর টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন বাংলাদেশে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ শুরু ‘জুলাই সনদ পাস না হলে শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে’ এআইতে মানুষের অংশীদারত্বই হবে সবার মূল শক্তি: লিংকডইন সিইও জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ফুজালা ও আবনা সম্মেলন কাল

ইমাম-খতিবরা সমাজকে আলোর পথ দেখান: এ্যানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলাম আমাদেরকে মানবতার সেবায় কাজ করার শিক্ষা দিয়েছে। ন্যায় প্রতিষ্ঠা এবং শান্তি রক্ষা করাও ইসলামের মূল শিক্ষা। ইসলামের আলোকেই সমাজে ইতিবাচক দিকনির্দেশনা তুলে ধরা সম্ভব, আর এটি ইমাম ও খতিবদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। তিনি বলেন, ইমাম এবং খতিবরা সমাজের জ্ঞানী, প্রজ্ঞাবান এবং নেতৃত্ব দানকারী মানুষ। আপনারাই সমাজে আলোকবর্তিকা স্বরূপ আলো ছড়িয়ে দেওয়ার কাজটি করেন, যেটা রাজনীতিবিদদের জন্য অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে ইমাম-খতিব কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আয়োজনটি সানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ইমাম ও খতিবরা হলেন সমাজের সেই জ্ঞানী ও প্রজ্ঞাবান ব্যক্তি, যারা সমাজ যখন অন্ধকারে নিমজ্জিত হয়, তখন তারা সেই অন্ধকার থেকে আলোর পথ দেখান। এই সমাজে আপনারা অত্যন্ত সম্মানিত। গত কয়েক বছরে আপনাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, অনেক আঘাতও সহ্য করতে হয়েছে, এবং আলো ছড়ানোর পথও বন্ধ ছিল। আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তবে, সবাই মিলে একসাথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেষ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছি। জুলাই মাসের আন্দোলন এর উদাহরণ।

বিএনপি নেতা বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে একেকটি আলাদা আদর্শের অনুসারী হলেও, আমাদের লক্ষ্য একটাই- একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়া। জুমার দিনে খুতবার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে। যখন আপনি সমাজে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, সন্ত্রাস ও মাদক বিরোধী সচেতনতা তুলে ধরবেন, তখন সমাজ উন্নতির দিকে এগিয়ে যাবে। যদি এই সচেতনতা না থাকে, তাহলে সমাজ আবার অন্ধকারে চলে যাবে। আমাদের ঐক্যই আমাদের সম্মান। ঐক্যবদ্ধভাবে আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই।

ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি মাওলানা মুজাহিদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুমচর ইসলামীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা হারুন আল মাদানী এবং প্রধান আলোচক ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।

এছাড়া ফাউন্ডেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হাবিব উল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি জহির উদ্দিন প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ