বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর নেপালে মসজিদ ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা, কারফিউ জারি ‘জনগণেই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে’ বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক নিয়ে যা জানা গেল পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ হাদিকে গুলিবর্ষণকারী ফয়সাল এখন কোথায়, জানাল ডিবি সিইসির সঙ্গে ইসলামী আন্দোলনের ঘণ্টাব্যাপী বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে ‘একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে ধর্মীয় নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

দেশে ভালো মানুষের বড়ই অভাব: শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। আকাশে শকুন উড়ছে। যে কোনো সময় মানচিত্রে থাবা দেবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, দেশে ভালো মানুষের বড়ই অভাব। ভণ্ডামি ও চাটুকারিতার কারণে দেশটা নষ্ট হয়ে গেছে।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ উপলক্ষে এ আলোচনার সভার আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, ‘শেখ হাসিনার একটাই ইচ্ছা তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করা। তার ইচ্ছা বাচ্চাদের জন্য সুন্দর একটি বাংলাদেশ তৈরি করা। সে লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘রাজনীতি তাদের করা উচিত যারা সত্য বলতে পারেন এবং সাংবাদিকতা তাদেরই করা উচিত যারা সত্য লিখতে পারেন। সাংবাদিক ভাইদের বলবো, দেশকে ভালো রাখার জন্য যা করা দরকার তা আপনারা লেখেন।’

অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘এখানে যারা রয়েছেন তাদের উদ্দেশে একটা কথাই বলবো, পরীক্ষায় ভালো ফলাফল করো বা না করো; ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। ভালো মানুষ হওয়া বেশি দরকার। দেশে ভালো মানুষের বড়ই অভাব। ভণ্ডামি ও চাটুকারিতার কারণে দেশটা নষ্ট হয়ে গেছে।’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দনশীল ও নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ