বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মালয়েশিয়া ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোম্পানি রিসিভ করতে না আশায় বিমানবন্দর থেকে ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া। দুই দিন বিমানবন্দরে রেখে গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এয়ার এশিয়ার ৬ টা ৩৫ এর ফ্লাইটে কুয়ালালামপুর থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। রাত সাড়ে ৮টার দিকে শাহজালালে তারা এসে পৌছান।

জানা যায়, গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) গ্রীণল্যান্ড ওভারসীজ লি.ঢাকা থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার এভারলেনটেন এস ডি এন বি এইচডি কোম্পানিতে ২৯ জন বাংলাদেশী কর্মী পাঠায়। কোম্পানী ২৯ জনের মধ্যে ১০ জনকে রিসিভ করে। রিসিভ না করায় বাকি ১৯ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন।

রিক্রটিং এজেন্সির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন জানান, মালয়েশিয়ান কোম্পানিতে আমরা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ২৯ জন কর্মী প্রেরণ করি। এসময় কোম্পানি থেকে রিসিভ করতে গেলে মালয়েশিয়ান এয়ারপোর্ট ইমিগ্রেশন বিভাগ ১০ জন কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দিলেও বাকি ১৯ জনের ইমিগেশন ডাটা সঠিক না থাকায় তাদেরকে ফেরত পাঠায়।

তিনি জানান, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি তারা জানিয়েছেন, ১৯ জনের তথ্য সার্ভারে পাওয়া গেছে, সে ক্ষেত্রে কর্মীরা আবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন।

যে সকল কর্মীকে ফেরত পাঠানো হয়েছে তাদেরকে পুনরায় প্রেরণ করতে যে খরচ হয় তা তাদের কোম্পানি বহন করবে বলেও জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

বাংলাদেশ দূতাবাসেস্টার নাজমুছ সাদাত সের লেবার মিনিলিম জানান, এ ব্যাপারে বাংলাদেশ কিংবা মালয়েশিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে আমাদের কোন তথ্য জানানো হয়নি। তবে কেনো তাদের ফেরত পাঠানো হয়েছে তা খোজ নেয়া হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ