রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে

বসুন্ধরার উদ্যোগে ওমরাহ পালন, দেশে ফিরলেন আরও ২৭মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় সৌদি আরবের মক্কা-মদিনায় পবিত্র ওমরাহ পালন শেষে তৃতীয় ধাপে দেশে ফিরলেন আরও ২৭মুসল্লি।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) ভোর রাত চারটা ৪ টা ২৫ মিনিটে বাহরাইন এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই মুসল্লিরা।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর নিজস্ব অর্থায়নে এই ওমরাহ করার সুযোগ করে দেন।

গত ৫ জানুয়ারি ওমরাহ করতে ঢাকা থেকে সৌদি আরবে রওনা দেন বায়তুল মোকাররম মসজিদের এই মুসল্লিরা। ওমরাহ পালন শেষে দেশটির বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন তারা। ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ায় সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুসল্লিরা।

বিমানবন্দরে ওমরাহ করে আসা মুসল্লিদের অভ্যর্থনা জানান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুসল্লি কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মানিক ও সমাজকল্যাণ সম্পাদক মো. নাজমুল হুদা।

তারা জানান, গত রমজানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর ১০০ জন সামর্থ্যহীন ব্যক্তিকে ওমরাহ করানোর ইচ্ছা পোষণ করেন। পরে মোট ১০৪ জনের ব্যবস্থা করা হয়। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে ২৬ জন, দ্বিতীয় ধাপে ৩৩ জন ও শুক্রবার ভোরে ২৭ জনসহ মোট ৮৬ জন মুসল্লি ওমরাহ পালন করে এসেছেন।

চতুর্থ কাফেলায় আরও ১৮ জন মুসল্লি ওমরাহ পালনের জন্য চলতি মাসের শেষের দিকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ