বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

আজ ইসলামী লেখক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন আজ।

জানা যায়, রাজধানীর কেন্দ্ৰীয় কচি-কাঁচা মিলনায়তনে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ২টা থেকে সম্মিলন শুরু হয়ে চলবে রাত ৭টা পর্যন্ত।

ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলনে এবার কী কী আয়োজন থাকছে জানতে চাইলে সাধারণ সম্পাদক আমিন ইকবাল জানান, দুপুর দুইটায় থাকবে লেখকদের জন্য আপ্যায়ন পর্ব। এরপর থেকে শুরু হবে আয়োজন। নবীন লেখকদের অনুভূতি প্রকাশ, সাংস্কৃতিক পর্ব, উপস্থিত সাধারণ জ্ঞান, ফোরামের কার্যক্রম উপস্থাপনসহ থাকছে দেশের বিশিষ্ট আলেম লেখক কবি-সাহিত্যিক, সাংবাদিক সম্পাদক ও প্রকাশকদের মনমুগ্ধকর আলোচনা।

তিনি জানান, এছাড়া লেখক ফোরাম আয়োজিত সাহিত্য প্রতিযোগিতায় ২৪জন বিজয়ীর হাতে তুলে দেয়া হবে পুরস্কার।

ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম বলেন, আশা করছি নবীন-প্রবীণ লেখক ও পাঠকদের উপস্থিতিতে সুন্দর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মিলন নিয়ে ইতোমধ্যে ব্যাপক সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন উপলক্ষে প্রকাশিত স্মারকে বিজ্ঞাপন দেয়াসহ সার্বিকভাবে যারা আমাদের আয়োজনকে সুন্দর করার জন্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও তারা এভাবে ইসলামী লেখক ফোরামের পাশে থাকবেন বলে আশা করছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ