রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

দক্ষিণাঞ্চলের ১০ নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া অতি জোয়ারের ফলে দক্ষিণাঞ্চলের ১০ নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, নগরীর বটতলা, মুন্সি গ্যারেজ, মুসলিম গোরস্থান রোড, কালিবাড়ি রোড, অক্সফোর্ড মিশন রোড ও ভাটিখানাসহ অন্তত অর্ধশতাধিক এলাকার সড়ক এখন পানির নিচে।

ব‌রিশাল আবহাওয়া অধিদফতরের অবজারভার মাসুদুর রহমান জানান, বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। আর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয়। নদীতে স্বাভাবিক জোয়ারের তুলনায় ১ থেকে ২ ফুট পানি বেড়েছে। এছাড়া সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মাসুম সময় সংবাদকে জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ১০টি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে বরিশাল নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া ভোলা খেয়াঘাটসংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার, ভোলার দৌলতখানের সুরমা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার, তজুমদ্দিনের সুরমা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর ও পায়রা নদীর পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার, বরগুনার বিষখালী নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার, পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার, পিরোজপুরের বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ও উমেদপুরের কচা নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ