শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


নামাজ পড়ে সাইকেল উপহার পেলো ৩৮ শিশু-কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের টেকনাফে টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেয়েছে ৩৮ জন কিশোর। পুরস্কার হিসেবে তাদেরকে বাইসাইকেল তুলে দিয়েছেন সাবেক এমপি বদি।

শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমা নামাজ শেষে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার জামে মসজিদে এই কিশোরদের সাইকেল দেওয়া হয়।

জানা গেছে, শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এমন সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করেন সাবেক এমপি বদি। ঘোষণার পর এলাকায় ব্যাপক সাড়া পড়ে। আগ্রহী অনেক শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়।

অবশেষে শেষ পর্যন্ত টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত জামাতের সাথে আদায় করেছেন ৩৮ কিশোর। এমপি বদির নেওয়া এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা সরোয়ার আলম জানান, এমপি বদির উদ্যোগে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এমন আয়োজন দেশের সব মসজিদেই হওয়া উচিত। তাহলে মসজিদগুলো মুসল্লিতে ভরা থাকবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ