শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


২৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজের ২৫ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি সাইফুল ইসলাম ইমন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর। সন্তানের খোঁজ না পেয়ে দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছেন বাবা-মা।

নিখোঁজ ইমন আনোয়ারা উপজেলার দক্ষিণ চাতরী গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

গত ৩০ জুলাই সকালে ইমন ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি।

এ ঘটনায় মঙ্গলবার আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা মো. জাহাঙ্গীর আলম।

নিখোঁজ ইমনের বাবা জাহাঙ্গীর আলম বুধবার সকালে জানান, গত ৩০ জুলাই সকালে কাউকে কিছু না বলে আমার ছেলে ঘর থেকে বের হয়ে যায়। ছেলের খোঁজ পেতে এই ২৪ দিন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করি। তবে  কোথাও ছেলের সন্ধান পাইনি।

আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, ১২ বছরের এক মাদ্রাসাছাত্রের নিখোঁজের ঘটনায় তার বাবা থানায় জিডি করেছেন। তার খোঁজ পেতে চেষ্টা করছে পুলিশ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ