শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


ছাত্রজীবনে আল্লাহ ওয়ালাদের কাছে মুরীদ হওয়া কি জরুরি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: 

হযরত আশরাফ আলী থানভী রাহ. তাঁর তালীম-তরবিয়তের তরীকা নামক কিতাবে বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, আজকাল তালীমের জন্য তো লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় এবং এজন্য বহু সময়ও ব্যয় করা হয়, কিন্তু সোহবতে সালেহর জন্য কেউ একটি মাসও দেয় না।’ তাই জানার বিষয় হল, ছাত্রজীবনে আল্লাহ ওয়ালাদের কাছে মুরীদ হওয়া কি জরুরি?

উত্তর:

আপনি হযরত থানভী রাহ.-এর যে কথা উদ্ধৃত করেছেন তাতে তো মুরীদ হওয়ার কথা নেই, আছে সোহবতের কথা। আপনি এখন থেকেই তালীমী মুরববীর পরামর্শক্রমে কোনো মুত্তাবিয়ে সুন্নত মুসলিহের সাথে সম্পর্ক স্থাপন করুন এবং মাঝে মাঝে তার সোহবতে বসুন, তার কাছে যান। অন্যথায় নিজ তালীমী মুরববীর সোহবতেই প্রতিদিন পাঁচ মিনিট হলেও সময় কাটাতে থাকুন।

সূত্র: আল কাউসার

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ