রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা

ফিলিস্তিনকে ‘মেয়াদোত্তীর্ণ’ ১০ লাখ ডোজ টিকা দিচ্ছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ফাইজার-বায়োএনটেকের প্রায় ১০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিনিময় চুক্তির অংশ হিসেবে প্রায় মেয়াদোত্তীর্ণ এসব টিকা ফিলিস্তিনকে দেওয়া হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কার্যালয় ও দেশটির স্বাস্থ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ইসরায়েল একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ ডোজ সরবরাহ করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, এসব ডোজের বিনিময়ে ফাইজারের কাছ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যেসব ডোজ পাওয়ার কথা সেগুলো ইসরায়েল গ্রহণ করবে।

এই বিষয়ে পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি।

ইসরায়েলি বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী বছরের সেপ্টেম্বর/অক্টোবরে ফাইজারের কাছ থেকে সমান সংখ্যক ডোজ পাবে ইসরায়েল, যেগুলো ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাওয়ার কথা। ইসরায়েলের টিকার মজুদ থাকায় এই চুক্তি সম্ভব হয়েছে। এতে করে এখনকার প্রয়োজন মেটানোর সুযোগ এসেছে।

ফাইজার-বায়োএনটেকের কয়েক লাখ ডোজ টিকা পাওয়ার পর বিনিময় কর্মসূচি শুরু করেছে ইসরায়েল। দেশটির মোট জনসংখ্যা ৫৫ শতাংশ টিকার দুটি ডোজ নিয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজা ও পশ্চিম তীরে ২ লাখ ৬০ হাজার মানুষ করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ