রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম

ফজরের নামাজের পরেই দেখলাম ত্বো-হা ফিরে এসেছে: ত্বো-হার মামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিখোঁজ আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ডিবি অফিসে অবস্থানকারী ত্বহার মামা। তিনি রংপুরের স্থানীয় একটি গণমাধ্যমকে বলেন, ‘ফজরের নামাজের পরেই দেখলাম ত্বো-হা ফিরে এসেছে। ওর সঙ্গে যারা ছিল তারাও ফিরে এসেছে। ওরা কোথায় ছিল এসব এখনো জানতে পারিনি। ওকে এখন ডিবি পুলিশ কথা বলতে ডেকে নিয়েছে।’

তিনি বলেন, ত্ব-হা'র সঙ্গে যারা ছিল তারা সকলেও ফিরে এসেছে কিন্তু তারা এখানে (গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে) আসেনি।

এর আগে আলোচিত বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আজ শুক্রবার বিকেল ৩টায় তাকে শ্বশুর বাড়ি রংপুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ায় ফিরে এসেছেন বলে কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিষয়টি রংপুর মহানগর পুলিশের (আরএমপি) ক্রাইম ডিভিশনের উপ-কমিশনার আবু মারুফ হোসেনও নিশ্চিত করেছিলেন।

গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন। ত্ব-হা এখন গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে রয়েছেন। সেখানে পরিবারের সদস্যরাও রয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ