রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা

ফের ৫ বছরের জন্য পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মাওলানা ডা. আব্দুর রাজ্জাক ইস্কান্দার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাওসার আইয়ুব।।

পাকিস্তানের সাবেক বিচারপতি আল্লামা মুফতি তাকি উসমানির সভপতিত্বে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পাকিস্তানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সর্বসম্মতিক্রমে ফের ৫ বছরের জন্য এ শিক্ষাবোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন জামিয়া উলুুমিল ইসলামিয়ার চ্যান্সেলর মাওলানা ডা. আব্দুর রাজ্জাক ইস্কান্দার।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদের দারুল উলুম জাকারিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান এর মিটিংয়ে আগামী পাঁচ বছরের জন্য মহাপরিচালক নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ হানিফ জালন্ধারী।

মিটিংয়ে উপস্থিত ছিলেন পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার নতুন পুরাতন কমিটির সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন মাদারিসে কওমিয়ার মুহতামিম ও ইসলামিক দলসমূহের নেতৃবৃন্দ।

বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, আমাদেরকে ভবিষ্যত প্রজন্মের জন্য হলেও দেশের হাল ধরতে হবে। কওমি মাদরাসাকে দেশ ও জাতির নেতৃত্ব দিতে হবে। খতমে নবুওয়াতকে শক্তিশালী করতে হবে। দীনি ইলমকে জিন্দা রাখতে আমাদের সব ধরনের কাজ হাতে নিতে হবে। আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফিক দান করুন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান। বিশ্বের বৃহত্তম ইসলামী শিক্ষা বোর্ডসমূহের অন্যতম। পাকিস্তানের ১০ হাজারেরও বেশি মাদরাসা এবং প্রায় ৮ হাজার ইকরা স্কুল এই বোর্ডের অধিনে আছে। দেওবন্দের চিন্তাধারায় পরিচালিত এ বোর্ড সকল মাদরাসাগুলিকে দীর্ঘ দিনব্যাপী নিয়ন্ত্রণ করে আসছে।

হানাফি মাজহাবের স্কলার মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দের বোর্ডটির সভাপতি। কারী মুহাম্মদ হানিফ জালান্ধারি সাধারণ সম্পাদক। বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের প্রধান কার্যালয় মুলতানে অবস্থিত। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান

-ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ