বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির

ফের ৫ বছরের জন্য পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মাওলানা ডা. আব্দুর রাজ্জাক ইস্কান্দার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাওসার আইয়ুব।।

পাকিস্তানের সাবেক বিচারপতি আল্লামা মুফতি তাকি উসমানির সভপতিত্বে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পাকিস্তানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সর্বসম্মতিক্রমে ফের ৫ বছরের জন্য এ শিক্ষাবোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন জামিয়া উলুুমিল ইসলামিয়ার চ্যান্সেলর মাওলানা ডা. আব্দুর রাজ্জাক ইস্কান্দার।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদের দারুল উলুম জাকারিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান এর মিটিংয়ে আগামী পাঁচ বছরের জন্য মহাপরিচালক নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ হানিফ জালন্ধারী।

মিটিংয়ে উপস্থিত ছিলেন পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার নতুন পুরাতন কমিটির সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন মাদারিসে কওমিয়ার মুহতামিম ও ইসলামিক দলসমূহের নেতৃবৃন্দ।

বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, আমাদেরকে ভবিষ্যত প্রজন্মের জন্য হলেও দেশের হাল ধরতে হবে। কওমি মাদরাসাকে দেশ ও জাতির নেতৃত্ব দিতে হবে। খতমে নবুওয়াতকে শক্তিশালী করতে হবে। দীনি ইলমকে জিন্দা রাখতে আমাদের সব ধরনের কাজ হাতে নিতে হবে। আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফিক দান করুন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান। বিশ্বের বৃহত্তম ইসলামী শিক্ষা বোর্ডসমূহের অন্যতম। পাকিস্তানের ১০ হাজারেরও বেশি মাদরাসা এবং প্রায় ৮ হাজার ইকরা স্কুল এই বোর্ডের অধিনে আছে। দেওবন্দের চিন্তাধারায় পরিচালিত এ বোর্ড সকল মাদরাসাগুলিকে দীর্ঘ দিনব্যাপী নিয়ন্ত্রণ করে আসছে।

হানাফি মাজহাবের স্কলার মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দের বোর্ডটির সভাপতি। কারী মুহাম্মদ হানিফ জালান্ধারি সাধারণ সম্পাদক। বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের প্রধান কার্যালয় মুলতানে অবস্থিত। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান

-ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ