বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত পুলিশের বাধার মুখে ইসলামি ৮ দলের গণমিছিল মিছিল নিয়ে যমুনার পথে যাচ্ছে ৮ ইসলামী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেফতার বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সেন্টার কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‘আমরা কিছু কাজের পর ঘুমিয়ে পড়ি, খতমে নবুওয়তবিরোধীরা তো ঘুমায় না’ পুঁজিবাজারে পাঁচ ইসলামি ব্যাংকের লেনদেন স্থগিত নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ

হিজরী চলতি মাসে প্রকাশ হতে পারে তাকমিল জামাতের ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: হিজরী চলতি মাসের শেষে ৩০ তারিখে (সম্ভাব্য ১০ কিংবা ১১ জুলাই) প্রকাশিত হতে পারে হাইয়াতুল উলইয়ার তাকমিল জামাতের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।

আজ বুধবার (১৬ জুন) অনুষ্ঠিত জরুরী বৈঠকে উপস্থিত একাধিক সদস্যের সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে সভাপতিত্ব করেন হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। এতে হাইয়াতুল উলইয়ার প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া দীর্ঘ সময় বন্ধ থাকা কওমি মাদরাসা খোলার বিষয়েও বিস্তর আলোচনা হয়। আলোচনা শেষে সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা ও মাদরাসা খোলার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপের জন্য তিন সদস্যের একটি টিম গঠন হয়েছে বলেও জানা গেছে।

টিমে থাকা সদস্য তিনজন হলেন, রাজধানীর জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিমও শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী ও আযাদ দীনি এদারা বোর্ড সিলেটের মহাসচিব মাওলানা আব্দুর বছির।

এর আগে আজ বুধবার সকাল ১০ টায় সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরী এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, চলতি বছরের গত ৮ এপ্রিল (বৃহস্পতিবার) শেষ হয় ১৪৪২ হিজরীর হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় তাকমীল জামাতের পরীক্ষা। এরপর লকডাউনের কারণে এ বছর উত্তরপত্র দেখায় কিছুটা বিলম্ব হলেও ফলাফল প্রকাশের দ্বারপ্রান্তে পৌঁছতে পেরেছে হাইয়া কর্তৃপক্ষ। এরপর আজকের বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ