বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত পুলিশের বাধার মুখে ইসলামি ৮ দলের গণমিছিল মিছিল নিয়ে যমুনার পথে যাচ্ছে ৮ ইসলামী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেফতার বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সেন্টার কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‘আমরা কিছু কাজের পর ঘুমিয়ে পড়ি, খতমে নবুওয়তবিরোধীরা তো ঘুমায় না’ পুঁজিবাজারে পাঁচ ইসলামি ব্যাংকের লেনদেন স্থগিত নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ ইসলামি শক্তিকে আরও সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ড. আহমদ আবদুল কাদের

তাকে আল্লাহর ওয়াস্তে ফিরিয়ে দিন: আবু ত্ব-হা আদনানের স্ত্রী সাবিকুন্নাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: তাকে আল্লাহর ওয়াস্তে ফিরিয়ে দিন। একটা নিরীহ মানুষের উপরে কেন এরকম অবিচার হবে? তাকে ফিরিয়ে দিয়ে আমাকে একটি সুন্দর জীবন নির্বাহ করার মত পরিস্থিতি তৈরি করে দিন। আমি এর বেশি এখন কিছুই বলতে পারছি না। ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান চেয়ে স্ত্রী সাবিকুন্নাহার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

আজ বুধবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

প্রশাসনের প্রতি অনুরোধ করে তিনি বলেন, আপনাদের কাছে মানবিক আবেদন করছি, সে একজন নিরীহ মানুষ। হয়তো কোন মিস আন্ডারস্ট্যান্ডিং বা ভুল বুঝাবুঝি হতে পারে তার ব্যাপারে। আপনারা তাকে হয় আমার কাছে ফিরিয়ে দিন। না হয় আমাকে তার পর্যন্ত পৌঁছে দিন। এরপর আর তার ব্যাপারে কথা বলার কেউ থাকবে না। আমাকে তার পর্যন্ত এটলিস্ট পৌঁছে দেন।

এ সময় কান্নামাখা কন্ঠে তিনি বলেন, আমি না আমার আমলসমূহ ঠিক মতো আদায় করতে পারছি। না আমার নামাজের কোন আপডেট ঠিক আছে। না আমার কোন কিছু ঠিক আছে। আমি এই জীবনটা চাচ্ছি না। দিনশেষে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। দিন শেষে আমার রবের সামনে দাঁড়িয়ে আমার নিজের আমলের ব্যাপারে আমারই জবাবদিহিতা করতে হবে। আমি এই লাইফটা আর চাচ্ছি না। আমি আর কোনোভাবেই এটা নিতে পারছি না। আমি এখন ফিজিক্যাল প্রচন্ড রকমের আনফিটনেস।

তিনি বলেন, আমি হাত জোড় করে বলব আপনাদের কাছে। আমার এই নিউজটা আপনারা আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিন। অতিসত্বর অনেক অল্প সময়ের মধ্যে তাকে আমার কাছে ফিরিয়ে দেন। তিনি একেবারেই নিরীহ সাধারণ একটা মানুষ। জাস্ট আমি তাকে অনেক ভালবাসি। আমি তাকে ফিরে পেতে চাই।

তিনি বলেন, আমি প্রত্যেকের কাছে গিয়েছি। ডিবি কার্যালয়ে গিয়েছি। হেড হেডকোয়ার্টারে গিয়েছি। পুলিশের আইজিপি মহোদয়ের কাছে গিয়েছি। আমি আসার আগে হেড হেডকোয়ার্টার থেকে আমাকে ফোন করা হয়েছে। আমি তাদের বিস্তারিত সব কিছু বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন যে, আমাদের কাছে নেই। তারা বলেছেন যে, যদি আমাদের কাছে থাকতো তাহলে আপনাকে আমরা ইনফরমেশন বা তথ্য দিতে পারতাম। কিন্তু আমাদের কাছে নেই। আমি সবারই সহযোগিতা কামনা করে এসেছি যে, আপনারা আমাকে সাহায্য করেন। তারা আমাকে আশ্বস্ত করেছেন। আমার নাম্বার নিয়ে বলেছেন যে, আমরা দেখতেছি, যদি কোনো খোঁজখবর হয়। তাহলে জানাব।

তারা আমাকে প্রশ্ন করেছেন যে, আপনি কি মনে করেন যে, আমাদের প্রশাসনের কাছে তিনি আছেন? আমি বলেছি, না। আমি এমন মনে করে আপনাদের শরণাপন্ন হইনি। বরং আমি আপনাদের কাছে এসেছি, এই আশা নিয়ে যে আপনারা পারবেন।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্যও কামনা করেন তিনি।

এর আগে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার (১০ জুন) ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী এবং মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন। নিখোঁজের ছয় দিন পরেও আবু ত্ব-হার কোনো হদিস বা সন্ধান দিতে পারেনি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রংপুর জেলা পুলিশ বলছে, তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু আবু ত্ব-হা ঠিক কোথা থেকে নিখোঁজ হয়েছেন তা এখনও নিশ্চিত নয় পুলিশ।

আবু ত্ব-হার সঙ্গে নিখোঁজরা হলেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজ। এদিকে, স্বামীকে ফিরে পেতে আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠিও দিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ