বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ব্যস্ততা নিয়েই রমজানে সম্পূর্ণ কোরআন খতম করছেন এরদোগান: ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যপক ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কাজের কঠিন চাপ থাকার পরেও রমজানে সম্পূর্ণ কোরআনে কারিম খতম করতে অফিসের চেয়ারে বসেই তিলাওয়াত করছেন তিনি।

গতকাল বুধবার (১৩ মে) আল জাজিরা আরবি তুর্কি প্রেসিডেন্টের এই ভিডিওটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। ভিডিওতে দেখা যায়, জনপ্রিয় এই মুসলিম নেতা কোরআনে কারিমের ২৫ নম্বর পারার সূরা শুরার কয়েকটি আয়াত বিশুদ্ধ উচ্চারণে তিলাওয়াত করছেন।

ধর্মানুরাগী একজন অনুগত মুসলিম হিসেবে আগে থেকেই ব্যপক সুনাম রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানের। বিভিন্ন সভা-সেমিনারে তাঁর ধর্মীয় আলোচনা ও পবিত্র কোরআনের মনোমুগ্ধকর তিলাওয়াত বিশ্বের অসংখ্য মানুষের মন ছুঁয়েছে। এরই ধারাবাহিকতায় ভাইরাল হওয়া ভিডিওটিও এরদোগানের ভক্তদের দারুণভাবে আন্দোলিত করেছে।

আনন্দ প্রকাশ করে ভিডিওতে একজন মন্তব্য করেছেন, প্রেসিডেন্টের কোরআন খতমে আমি সীমাহীন আনন্দ অনুভব করছি, আসলে মুসলিম উম্মাহর জন্য এমন একজন মানুষেরই নেতৃত্ব প্রয়োজন।

আরেকজন লিখেছেন, আগে অনেক সরকারপ্রধানকে রমজানে দিনের বেলায় পানাহার করতে দেখতাম, সেখানে এরদোগান রোজা রেখে অফিস করছেন এবং সেখানেই কোরআন খতম করছেন- এরচেয়ে খুশির খবর আর কি আছে?

তবে কোরআন তিলাওয়াতের ভিডিও প্রকাশ করায় অনেকে এরদোগানের ওপর চটেছেনও, কয়েকজন মন্তব্য করেছেন, এটা দেখানোর জিনিস নয়। তারা তুর্কি প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছেন, এটা ধর্ম ব্যবসার একটি বড় কৌশল।

আল জাজিরা মুবাশির অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ