সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

ট্রাম্পের মুসলিম বিরোধী চুক্তির বিরুদ্ধে ফিলিস্তিনি আলেমদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিন ও ইসরায়েলে পারস্পরিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত কথিত 'ডিল অব দ্যা সেঞ্চুরি' বা শতাব্দীর সেরা চুক্তির বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছে ফিলিস্তিনি আলেমরা।

রোববার দেশটির গাজা উপত্যকায় অনুষ্ঠিত বিক্ষোভে মুসলিম বিরোধী ওই চুক্তির বিপক্ষে বিশ্ববাসীকে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন তারা।

ফিলিস্তিনি উলামা সংঘ ও ধর্মমন্ত্রণালয়ের আহবানে শতশত আলেমের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে 'চুক্তি' বিরোধী নানা ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে শ্লোগান দেন বিক্ষোভকারীরা। তাতে লেখা ছিল, 'ডিল অব দ্যা সেঞ্চুরি মেনে নেয়া অপরাধ'। 'সচেতনতা, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ঐক্যের মাধ্যমে আমরা কথিত এই শান্তি চুক্তি প্রত্যাখ্যান করছি'। একইসময়ে তাদের হাতে ফিলিস্তিনের জাতীয় পতাকাও উড়তে দেখা গেছে।

আলেমদের পক্ষে এক বক্তৃতায় বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনি উলামা সংঘের সদস্য ওমর নওফেল বলেন, ফিলিস্তিনের ওলামায়ে কেরাম ডিল অব দ্যা সেঞ্চুরি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। যেই কালিতে এই চুক্তি সম্পাদিত হয়েছে তা এর যোগ্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

তার দাবি, ফিলিস্তিন একটি ইসলামি ওয়াক্বফ ভূখণ্ড। পবিত্র নগরী আল কুদস (জেরুসালেম) ফিলিস্তিনিদের একক সম্পত্তি নয়; এর মালিকানা সমগ্র মুসলিম উম্মাহর। বিশ্বের প্রতিটি প্রান্তে মুসলিম আলেমউলামাদের ডিল অব দ্যা সেঞ্চুরি অকার্যকর পরিনত করতে যথাসম্ভব প্রচেষ্টা চালোনোর আহবান জানিয়েছেন উমর নওফেল। আল কুদস রক্ষা করা প্রত্যেক মুসলমানের অবশ্যকর্তব্য বলেও স্মরণ করিয়ে দেন তিনি।

বিধর্মীদের ষড়যন্ত্র রুখতে ফিলিস্তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, ট্রাম্পের মুসলিম বিরোধী শান্তিচুক্তি অচল করতে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে এক কাতারে শামিল হতে হবে।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ডিল অব দ্যা সেঞ্চুরি বা শতাব্দীর সেরা সমঝোতাচুক্তি স্বাক্ষর করেন। ফিলিস্তিনিদের স্বার্থসংশ্লিষ্ট এই চুক্তি তাদের বিরোধিতার মধ্যেই সম্পূর্ণ একপেশে নীতিতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ট্রাম্প তা সম্পাদন করেন। এরপর থেকেই বিশ্বের নানাপ্রান্ত থেকে মুসলিমরা এই চুক্তির বিপক্ষে আওয়াজ তুলছে।

আনাদুলু এজেন্সি আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ