সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


যুক্তরাষ্ট্রে হ্যালোউইন পার্টিতে হামলা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে একটি হ্যালোউইন পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ‘লস অ্যাঞ্জেলস টাইমস’।

এক টুইট বার্তায় স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে, অঙ্গরাজ্যটির লং বিচ এলাকায় গুলির ঘটনা ঘটেছে। নিহত ৩ জনই বয়সে তরুণ। আহত ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেন, একটি হ্যালোউইন পার্টিতে এই ঘটনা ঘটেছে। আহতদের সবাই গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, ঘরের বাইরে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তাবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনও নিশ্চিত নয় পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ