আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান মাওলানা ফজলুর রহমানকে হত্যার পরিকল্পনা করা হয়েছে উল্লেখ করে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। ইতোমধ্যে হুমকি সতর্কতাটি পাঞ্জাব প্রদেশের সরকারকে অবহিত করা হয়েছে।
মঙ্গলবার পাকিস্তানের প্রভাবশালী সংবামাধ্যম ডেইলি জং-এর খবরে বলা হয়, ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এবং আফগান গোয়েন্দা সংস্থা 'এনডিএস' মাওলানা ফজলুর রহমানের উপর মারাত্মক আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
থ্রেট অ্যালার্টে বলা হয়েছে, মাওলানা ফজলুর রহমানের উপর হামলার জন্য টার্গেট কিলারদের সাথে র ও এনডিএস যোগাযোগ করেছে। এই উদ্দেশ্যে প্রচুর পরিমাণ বরাদ্দ করা হয়েছে।
হুমকি সতর্কতায় মাওলানা ফজলুর রহমানকেও সতর্ক করা হয়েছে, অন্যদিকে সুরক্ষার ব্যবস্থা করার কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে ইসলামাবাদ অভিমুখে এগিয়ে যাচ্ছে জমিয়তের আজাদি মার্চ। সোমবার থেকে শুরু হওয়া এ কর্মসূচির দ্বিতীয় দিনে আজাদি মার্চের গাড়ীবহর পাঞ্জাবে প্রবেশ করেছে ।

দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সরকারবিরোধী এই পদযাত্রায় পাকিস্তান পিপল’স পার্টি, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ, দ্য আওয়ামী ন্যাশনাল পার্টিসহ বিভিন্ন দলের প্রতিনিধিরাওসমর্থন দিয়ে অংশ নিয়েছেন।
রোববার করাচির সোহরাব গোথ অঞ্চল থেকে ইসলামাবাদ অভিমুখে আজাদি পদযাত্রা শুরু হয়। রাতে সিকর এলাকায় অবস্থান করে সোমবার রাতে পাঞ্জাবে প্রবেশ করে লাখো জনতার এ বহর।
জমিয়ত প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে বিভিন্ন এলাকায় পথসভার মধ্য দিয়ে ইসলামাবাদ এগিয়ে যাচ্ছে সরকারবিরোধী এ পদযাত্রা। আগামী ৩১ অক্টোবর বহরটি ইসলামাবাদ পৌঁছার কথা রয়েছে।
করাচি, কোয়েটাসহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে হাজারো কর্মী-সমর্থক এতে অংশ নিয়েছে। সরকার পতনের আগ পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখা হবে জমিয়ত প্রধান মাওলানা ফজলুর রহমান ঘোষণা দিয়েছেন।
সূত্র: ডেইলি জং
আরএম/