আওয়ার ইসলাম: সিরিয়ায় মার্কিন সামরিক অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদি নিহত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
যুবরাজ মোহাম্মদ ওই অভিযানটিকে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন বলে মঙ্গলবার সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন এখবরিয়ার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার রাতে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কট্টরপন্থি বিদ্রোহীদের অধিকৃত প্রদেশ ইদলিবে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সেসের চালানো এক অভিযানে আইএসের নেতা বাগদাদি নিহত হন। ট্রাম্পের নির্দেশে এক সপ্তাহ আগে গোপন ওই অভিযান শুরু করেছিল মার্কিন বাহিনী।
রোববার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তাদের ‘স্পেশাল ফোর্সের’ অভিযানের মধ্যে বিস্ফোরক ভর্তি বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন বাগদাদি।
অপর প্রান্ত দিয়ে বের হওয়ার সুযোগ না থাকা একটি সুড়ঙ্গের ভেতরে দৌড়ে গিয়ে বিস্ফোরণ ঘটান বাগদাদি। যুক্তরাষ্ট্রের কুকুরগুলো তাড়া করায় ‘চিৎকার, আর্তনাদ ও কান্না করতে করতে’ পালানোর চেষ্টা করছিলেন তিনি।
ট্রাম্পের ভাষ্যমতে, এ সময় তিন শিশু সন্তান বাগদাদির সঙ্গে ছিল, বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে নিয়ে মারা যান তিনি।বিস্ফোরণে তার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। পরে ডিএনএ টেস্টে তার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
ইসলামিক রীতিতে বাগদাদির শেষকৃত্য সম্পন্ন করে যুক্তরাষ্ট্র তার দেহাবশেষ ‘সাগরে সমাধি’ দিয়েছে বলে তিন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।
আরএম/