সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


কাশ্মীরে আবারো গ্রেনেড হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত কাশ্মীরে আবারো গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে।

আজ সোমবার সোপোরের একটি বাসস্ট্যান্ডে এ হামলা হয়। বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছে।

গত শনিবার শ্রীনগরের কারাননগর এলাকায় গ্রেনেড হামলা চালানো হয়। এতে ৬ ভারতীয় সেনা আহত হয়।

প্রাথমিকভাবে কাশ্মির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

ভারতীয় গণমাধ্যম বলছে, আগামীকাল মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাশ্মীর সফরের কথা রয়েছে। ঠিক তার আগের দিন বিকেলে এমন ঘটনায় ফের প্রশ্ন উঠলো কাশ্মীরের নিরাপত্তা নিয়ে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছে। শুধু কাশ্মির নয়, এ নিয়ে পাক-ভারত সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের রিপোর্টের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত ২৯ বছরে কাশ্মিরে প্রাণ হারিয়েছেন ভারতের ৫ হাজার ২৭৩ জন নিরাপত্তাকর্মী। সেইসঙ্গে সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে ১৪ হাজার ২৪ জন।

-এটি


সম্পর্কিত খবর