সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


ইরাকে সৌদির দুই টিভি চ্যানেলের কার্যক্রম বাতিল ঘোষণা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে সৌদির দুই টিভি চ্যানেলের কার্যক্রম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আল হাদাথ এবং আল অ্যারাবিয়া টিভি চ্যানেল এখন থেকে ইরাকে তাদের কার্যক্রম চালাতে পারবে না বলে জানানো হয়েছে।

আল হাদাথের তরফ থেকে  জানানো হয়েছে, ইরাকে তাদের লাইসেন্স না থাকায় সেখানে তাদের এবং আল অ্যারাবিয়ার সব ধরনের কার্যক্রম বাতিল করা হয়েছে। গত শুক্রবার ইরাকে সরকারবিরোধী বিক্ষোভের খবর প্রকাশ করেছে ওই দুই টিভি চ্যানেল। তারপরেই ইরাকের তরফ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।

গত শনিবারও কেন্দ্রীয় বাগদাদের তাহরির স্কয়ার, তায়েরান, আল জুমহুরিয়া ব্রিজ এবং এর কাছাকাছি বেশ কিছু এলাকায় অবস্থান নেয় বিক্ষোভকারীরা। কারফিউ অমান্য করেই কয়েক হাজার বিক্ষোভকারী দেশের দক্ষিণাঞ্চলে চলমান বিক্ষোভে অংশ নিয়েছে।

ইরাকের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে শনিবার সন্ধ্যায় জানানো হয়েছে যে, শুক্রবার নতুন করে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে আরও ৬৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুই হাজার ৫৯২ জন।

-ওএএফ


সম্পর্কিত খবর