আওয়ার ইসলাম: পাকিস্তানে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে আযাদি মার্চ শুরু হয়েছে। শত শত জনতার উপস্থিতিতে সাদা কালো পতাকার মিছিলে দেখা যাচ্ছে মানুুষের ঢল।
ডেইল জংয়ের বরাতে জানা যায়, করাচিতে থেকে শুরু করে বিভিন্ন শহর থেকে লং মার্চ মিছিল শুরু হয়ে ইসলামাবাদে গিয়ে একত্রিত হচ্ছে।
সূত্রমতে, সমাবেশে পিএমএল-এন এবং পিপিপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।করাচি বেলুচিস্তানসহ আরো ছয় জেলা শহর থেকে হাজার হাজার আযাদি আন্দোলনকারী ছুটে আসছেন ইসলামাবাদে।
এদিকে জমিয়তে ওলামায়ে ইসলাম পাকিস্তানের (ফ) এর কেন্দ্রীয় নেতা মুফতি কেফায়াতুল্লাহকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে ইসলামাবাদ থেকে মানসেহরা-পুলিশ তাকে আটক করে। এদিকে জমিয়তে ওলামায়ে ইসলামের তরফ থেকেও তার আটক হওয়ার ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, আজ রোববার গোটা দেশ থেকে আজাদি মার্চ শুরু হয়ে রাজধানী ইসলামাবাদে যাবে। ৩১ অক্টোবরে চূড়ান্তভাবে আন্দোলন মার্চ হবে ইসলামাবাদে।
দীর্ঘমেয়াদি আন্দোলনের জন্য তৈরি থাকতে ও আজাদি পদযাত্রায় অংশ নিতে তাদের খাবার-দাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিতে আহ্বান জানিয়েছে জমিয়ত।
যাতে তারা অন্তত পাঁচ দিন চলতে পারেন। দলটি তাদের নেতাকর্মীদের ৩২ দফার নির্দেশনা দিয়েছে।
জেইউআই-এফের সিন্ধুপ্রদেশের প্রাদেশিক আমির মাওলানা রশিদ সুমরো এই নির্দেশনা জারি করেন। গাড়ি ভাড়া করে লোকজনকে একমুখী পথ দিয়ে ইসলামাবাদে নিয়ে আসতে নির্দেশনা দেয়া হয়েছে জমিয়তের স্থানীয় স্তরের সংগঠনগুলিকে।
ইসলামাবাদে অন্তত সপ্তাহব্যাপী অবস্থানের প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে জমিয়তের নেতাকর্মীদের।
শান্তিপূর্ণ পদযাত্রায় অস্ত্রের উপর নিষেধাজ্ঞা কোনও লাইসেন্সধারী কিংবা অবৈধ অস্ত্র, ছোরা, লাঠি ও রড বহন করতে মানা করা হয়েছে। সবাইকে শান্তিপূর্ণভাবে পদযাত্রার বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
বিক্ষোভের সময় যাতে সরকারি-বেসরকারি কোনও সম্পত্তি ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে কর্মীদের।
ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম
-এটি