সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


রাখাইনে ২৭ পুলিশসহ প্রায় ৬০ জনকে অপহরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইনে ২৭ জন পুলিশ অফিসারসহ অন্তত ৫৯ জনকে অপহরণ করেছে স্থানীয় আরাকান আর্মি।

আজ শনিবার (২৬ অক্টোবর) তাদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সেনাবাহিনীর বরাত দিয়ে চীনের সংবাদমাধ্য জিনহুয়া শনিবার এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, অপহৃতরা রাখাইনের সিতুয়ে এলাকা থেকে একটি নৌযানে বুথিডং শহরে যাচ্ছিল। এসময় আরাকান আর্মির একটি স্বশস্ত্র গ্রুপ অস্ত্রের মুখে তাদের অপহরণ করে।

মিয়ানমারের মিলিটারি ট্রু নিউজ ইনফরমেশন টিমের সেক্রেটারি ব্রিগেডিয়ার মেজর জেনারেল ঝৌ মিন তুন বলেন, পুলিশ অফিসাররা যখন অপহরণের শিকার হন তখন তারা ডিউটি ছিলেন না। তারা বর্ডার গার্ডের হেড কোয়ার্টারে যাচ্ছিলেন।

তিনি বলেন, এ জাতীয় কর্মকান্ড স্থানীয় যোগাযোগ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলতে পারে। অপহৃতদের মধ্যে ১৯ জন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও ১২ জন সাধারণ নাগরিক রয়েছে বলে তিনি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ