সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি মিললো নওয়াজ শরীফের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামিন মঞ্জুর করার পর উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ারও অনুমতি দিয়েছে সরকার।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে গতকাল তাকে জামিন দেওয়া হয় তাকে। অ্যাকিউট ইমিউন ডিজঅর্ডারে ভুগছেন নওয়াজ শরিফ। গত সোমবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে লাহোরের সার্ভিস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে একটি মামলায় জামিন মঞ্জুর হলেও অপর একটি মামলার জেরে আপাতত হেফাজতেই থাকতে হবে তাকে।

এরমধ্যেই উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ারও অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। তার চিকিৎসকরা জানায়, সম্পূর্ণ সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে তার। অ্যাকিউট ইমিউন ডিজঅর্ডারের কারণে তার প্ল্যাটিলেট কাউন্ট অস্বাভাবিক হারে কমে যাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ারও কথা বলেন তারা।

তারা বলেন, নওয়াজ শরীফের রক্তক্ষরণও হচ্ছে।সম্পূর্ণ সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে নওয়াজ শরিফের।

এর আগে নওয়াজের অসুস্থ হওয়ার পিছনে তাঁকে জেলে বিষ দেওয়ার তত্ব সামনে এনে অভিযোগ করেছিলেন তাঁর ছেলে হুসেইন নওয়াজ। পাকিস্তানের তিনবারের এই প্রধানমন্ত্রীর প্ল্যাটিলেট অস্বাভাবিক ভাবে কমতে শুরু করলে সোমবার তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র-ডেইলি পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ