সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


ডুয়িং​ বিজনেস সূচকে পাকিস্তান এগিয়েছে ২৮ ধাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাংকের ডুয়িং​ বিজনেস ২০২০ সূচকে পাকিস্তান এক বছরে এগিযেছে ২৮ ধাপ। এটি ইমরান খানের ‘তাবদিলি আয়েগি’ স্লোগানের পজিটিভ সাইট। ১৯০টি দেশের মধ্যে এবার তাদের অবস্থান ১০৮তম। গত বছর পাকিস্তানের অবস্থান ছিল ১৩৬ তম। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করায় তাদের এই অগ্রগতি হয়েছে।

২০২০ সালের 'ডুয়িং বিজনেস' প্রতিবেদনে পাকিস্তানের অগ্রগতির প্রশংসা করেছে বিশ্বব্যাংক। অবশ্য পাকিস্তানের থেকে ভাল অবস্থানে আছে ভারত। গত বছর থেকে ১৪ ধাপ এগিয়ে তাদের অবস্থান ৬৩তম।

অন্যদিকে বিশ্বব্যাংকের ডুয়িং​ বিজনেস সূচকে বাংলাদেশ এক বছরে ৮ ধাপ এগিয়েছে। ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। গত বছর তাদের অবস্থানে ছিল ১৭৬তম।

বিশ্বব্যাংক সাধারণত ‘ইজ অব ডুয়িং বিজনেস’ বা ব্যবসা সহজসাধ্য করতে বেশ কিছু সূচকের ওপর বিচার-বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রকাশ করে। সূচক গুলো হলো- বৈদেশিক বাণিজ্য, ব্যবসায়িক চুক্তি কার্যকর, ব্যবসা শুরু করা, ঋণ প্রাপ্তি, সম্পত্তি নিবন্ধন, বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি, কর প্রদান, অবকাঠামো নির্মাণের অনুমতি, সংখ্যালঘু বিনিয়োগকারীদের সুরক্ষা ও দেউলিয়াত্ব ঠেকানো।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ