সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

মোদীকে হিটলারের সঙ্গে তুলনা করে হত্যার হুমকি পাক অভিনেত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আত্মঘাতী হামলার জ্যাকেট গায়ে জড়ানো নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পাকিস্তানি অভিনেত্রী রবি পিরজাদা। ছবির ক্যাপশনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হিটলার’ আখ্যা দিয়ে তাকে আত্মঘাতী হামলা করে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সেখানে
নিজেকে কাশ্মীরি মেয়ে বলেও উল্লেখ করেছেন রবি পিরজাদা।

জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা উঠিয়ে নেয়ার কারণে নরেন্দ্র মোদিকে তিনি এই হুমকি দিয়েছেন বলে বিশেষজ্ঞরা বলছেন। কেননা, গত মাসে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই গোটা বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়ে যায়।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা কেন বিলোপ হয়েছে,একটি ভিডিওতে তা নিয়ে প্রশ্ন তোলেন পাক অভিনেত্রী রবি পিরজাদাও। এরই প্রেক্ষিতে নিজের পোষা সাপ এবং কুমির নিয়ে ভারতীয়দের উপর আক্রমণের হুমকি দিয়েছিলেন তিনি।

সাপ এবং কুমিরগুলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য উপহার হিসেবে পাঠাবেন বলেও জানান এই গায়িকা অভিনেত্রী। পাশাপাশি কাশ্মীরকে তাঁরা কিছুতেই ছিনিয়ে নিতে দেবেন না বলেও ভারতীয়দের সাবধান করে দেন রবি।

পাক গায়িকা বলেন, ভারতের সীমান্তে গিয়ে এই সাপ এবং কুমিরগুলিকে তিনি ছেড়ে দিয়ে আসবেন। ভারতীয়রা যেন কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি না করেন। ভারতীয়দের নরকে যাওয়ার জন্য প্রস্তুত হতেও বলেন সেই ভিডিওটিতে।

এদিকে শেয়ার করার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মঘাতী হামলার ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি।

কাশ্মীর সমর্থিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ব্যক্তিরা রবি পিরজাদার এই সাহসিকতার প্রসংশা করেন এবং বাহবা দেন। সাকি নামের একজন ভক্ত তাকে বাঘিনী বলে সম্বোধন করেছেন।

তবে এই ছবির জন্য সমালোচনাও কুড়াতে রবি পিরজাদার। একজন লিখেছেন, সস্তা খ্যাতির জন্য তিনি এমনটি করছেন।

জিয়ো নিউজ অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ