শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ইরানে ৫.৬ মাত্রার ভূমিকম্প, আমিরাতেও কম্পন অনুভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের দক্ষিণাঞ্চলে সোমবার একটি ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে দেশটির আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাতে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

ইরানি সংবাদ সংস্থাটির মতে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজান প্রদেশের কুখের্দ শহরে।

দেশটির রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত খবরে সরকারি কর্মকর্তাদের বরাতে বলা হয়, এখনও অঞ্চলটি থেকে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) গণমাধ্যম গালফ টুডে জানায়, দেশটিতে এদিন বিকেলে ইরানে আঘাত হানা ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

ন্যাশনাল সেন্টার অব মেটিরিওলজির বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ইউএই এর উত্তরাঞ্চলের বাসিন্দারা এই ভূমিকম্পের কম্পন অনুভব করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে একটি অ্যাপার্টমেন্টের বৈদ্যুতিক বাল্বগুলো কাঁপতে দেখা গেছে। রাস আল খাইমাহ, দুবাই ও আবুধাবির বাসিন্দারাও কম্পন অনুভব করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ