শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


‘আপনারা আমার স্বপ্ন ও শৈশব চুরি করেছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বিরুদ্ধে গত রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পদযাত্রা কর্মসূচিতে যোগ দেন হাজার হাজার মানুষ।

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ‘এখনই পদক্ষেপ নাও’-স্লোগানে এ র‌্যালির আয়োজন করে রাইজ ফর ক্লাইমেট বেলজিয়াম। শুক্রবার থেকে একযোগে এ আন্দোলন শুরু হয়েছে। এদিন রাজপথে নামে প্রায় দেড়শতাধিক দেশের শিক্ষার্থীরা।

সুইডেনের গ্রেটা থানবার্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থী পরিবেশকর্মী এ আন্দোলনের সূত্রপাত করে। এক আবেগঘন বক্তব্যে গ্রেটা বলে, ‘কোনো কিছুই ঠিক নেই। আমার এখানে থাকার কথা নয়। আমার থাকার কথা সমুদ্রের ওপারের একটি স্কুলে। কিন্তু আপনারা আমাদের মতো ছোটদের কাছে এসেছেন আশার কথা শুনতে। এই সাহসটা হয় কী করে আপনাদের?’

আপনারা ফাঁকা বুলি শুনিয়ে আমার স্বপ্ন ও আমার শৈশব চুরি করেছেন বলে অভিযোগ করে গ্রেটা।

জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে গ্রেটা বলে, ‘আমরা আপনাদের ওপর নজর রাখব।’

‘স্কুলের আগে পরিবেশ’-এই মূলনীতি নিয়ে শুরু হওয়া এ আন্দোলন নানা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আয়োজনের অনুষ্ঠিত সম্মেলনে ৬০ টি দেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সম্মেলনে গ্রেটা থানবার্গসহ পাঁচ শতাধিক তরুণ পরিবেশকর্মীকে আমন্ত্রণ জানিয়েছে জাতিসংঘ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ