মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


বসিলার 'জঙ্গি আস্তানায়' অন্তত দু'জন মারা গেছে: র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতরে বোমা বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানায় বিস্ফোরণে সেখানে থাকা সন্দেহভাজনদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে পড়েছে। তবে যে নমুনা মিলেছে, তাতে অন্তত দু’জনের মরদেহ সেখানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

এর আগে রবিবার রাত সাড়ে ৩টা থেকে বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। বাড়ির ভেতর থেকে গুলি ও দু’টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব।

সোমবার সকালে মুফতি বলেন, বসিলার মেট্রো হাউজিং এলাকায় বাড়িটি অবস্থিত। চার কক্ষ বিশিষ্ট একটি এক তলা টিনশেড ভবন। জঙ্গি অবস্থানের তথ্য জানার পরই বাড়িটি অভিযান শুরু করে র‌্যাব-২।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বাসার কেয়ারটেকার সোহাগ, তার স্ত্রী মৌসুমী ও বাসার কাছের একটি মসজিদের ইমাম ইউসুফকে আটক করা হয়েছে। এ ছাড়া বাসাটি ঘিরে ফেলার পরই আশপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ