মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


শ্রীলঙ্কায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নারী ও শিশুসহ ১৫ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে দুর্বৃত্তদের ‘আত্মঘাতী’ বোমা হামলায় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

এ বিষয়ে দেশটির পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন ‘আস্তানায়’ অভিযানে গেলে দুর্বৃত্তরা ‘আত্মঘাতী’ বোমা হামলা চালায়। এতে ছয় শিশু, তিন নারীসহ ১৫ জন নিহত হন।

স্থানীয় সময় শুক্রবার (২৬ এপ্রিল) রাতে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় কালমুনাইয়ে এ ঘটনা ঘটে। শনিবার (২৭ এপ্রিল) সকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ সংক্রান্ত খবর প্রকাশ করে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, অভিযানের সময় বোমা হামলার ঘটনায় ওই বাসার বাইরে তিন পুরুষের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তারাও আত্মঘাতী হয়েছেন।

রোববার (২১ এপ্রিল) খিস্টানদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও চারটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলা হয়। এরপরই বাড়তে থাকে নিহত সংখ্যা। শেষপর্যন্ত ৩৫৯ এ গিয়ে ঠেকে। যা থেকে পরে গণনায় ভুল হয় বলে ১০৬ জন কমে ২৫৩ তে এসে দাঁড়ায়।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তাদের তদন্তে সিরিয়া ও মিশরের বিদেশিসহ অন্তত ৭৬ জনকে আটক করেছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ